ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মোল্লাহাটে জাল দলিল করে জবরদখল ॥ প্রতিবাদে ফুঁসে উঠেছে জনতা

প্রকাশিত: ০৪:২৮, ১৪ এপ্রিল ২০১৫

মোল্লাহাটে জাল দলিল করে জবরদখল ॥ প্রতিবাদে  ফুঁসে উঠেছে জনতা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোল্লাহাটে একের পর এক জাল দলিল তৈরি করে সংখ্যালঘুসহ নিরীহ ব্যক্তিদের বসতভিটা, বাড়িসহ জায়গা-জমি আত্মসাত করতে দখলবাজ একাধিক ব্যক্তি ক্রমশ বেপরোয়া হয়ে উঠেছে। জবরদখল করতে ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে চলা এ পা-ার দল এমন কোন অপকর্ম নেই, যা করছে না। অগ্নিসংযোগ, মামলা, হামলায় সাধারণ মানুষ অতিষ্ট হয়ে উঠেছে। কেউ কেউ জীবন বাঁচাতে ঘর-বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। এ পরিস্থিতিতে সেখানে সংখ্যালঘুসহ সাধারণ মানুষ ফুঁসে উঠছে। উপজেলার জয়ডিহি বাস স্ট্যান্ড সংলগ্ন ২ খ- জমির জাল দলিল সৃষ্টির ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়/সাধারণ মানুষ/শিক্ষক ও সুধীবৃন্দের সমন্বয় অন্তত ৩-৪শ’ লোক উপজেলা চেয়ারম্যান, থানা ওসি ও উপজেলা আ’লীগ সভাপতির নিকট সোমবার উপস্থিত হয়ে চিহ্নিত জালিয়াত চক্র/দালালদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করেছেন। ওই ঘটনায় উপজেলা চেয়ারম্যান মোঃ শাহিনুল আলম ছানা, থানার ওসি আবু সাঈদ মোঃ খায়রুল আনাম ও উপজেলা আ’লীগ সভাপতি কালিপদ বিশ্বাস জালিয়াত চক্রের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন। এ বিষয়ে বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম ও পুলিশ সুপার নিজামুল হক মোল্যা জানান, জালিয়াত চক্রকে শনাক্ত করে জরুরীভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে উল্লিখিত অভিযুক্তরা এ অভিযোগ অসত্য বলে দাবি করেছেন।
×