ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনা

নববধূ শিশু ও ব্যাংক কর্মকর্তাসহ নিহত ছয়

প্রকাশিত: ০৪:২৯, ১৪ এপ্রিল ২০১৫

নববধূ শিশু ও ব্যাংক কর্মকর্তাসহ নিহত ছয়

জনকণ্ঠ ডেস্ক ॥ ময়মনসিংহের ভালুকা, কক্সবাজার, নাটোর, বরিশাল, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও বান্দরবানে পৃথক সড়ক দুর্ঘটনায় নববধূ, শিশু, ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতার। ভালুকা ॥ ময়মনসিংহ আদালতে চীনা নাগরিককে বিয়ে করে স্বামীকে নিয়ে মোটরসাইকেলযোগে ঢাকা যাওয়ার পথে অজ্ঞাত বাস চাপায় জাকিয়া সুলতানা শান্তা (২৪) নামে এক নববধূর মৃত্যু হয়েছে। কক্সবাজার ॥ কক্সবাজার-টেকনাফ মহাসড়কে দুর্ঘটনায় মোঃ আব্দুর রহিম মোল্লা (৭) নামে এক শিশু ঘটনাস্থলে মারা গেছে। সোমবার দুপুরে হোয়াইক্যংয়ের লম্বাবিল এলাকায় কক্সবাজারগামী একটি স্পেশাল সার্ভিসের যাত্রীবাহী বাসে পিষ্ট হয়ে মারা যায় শিশুটি। নাটোর ॥ লালপুরে ট্রাকচাপায় শরিফুল ইসলাম (৩৫) নামে গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছে। সোমবার সকাল আটটার দিকে উপজেলার লালপুর-বাঘা সড়কের পাইকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বরিশাল ॥ নগরীর লঞ্চঘাট এলাকার বান্দ রোডে সোমবার সকালে ট্রাক চাপায় বরিশাল জজকোর্টের পিয়ন আব্দুল কাদের (৪৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। সিদ্ধিরগঞ্জ ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে দ্রুতগামী একটি যানবাহনের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত এক ব্যক্তি (৪৪) নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে মাদানীনগর এলাকায়। বান্দরবান ॥ বান্দরবান পার্বত্য জেলার রেইছা এলাকায় শ্রমিক বোঝায় ট্রাক উল্টে এক শ্রমিক নিহত এবং ৭ শ্রমিক আহত হয়েছে।
×