ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাঞ্জাব-দিল্লী ম্যাচ বুধবার

আইপিএল ২০১৫ ॥ উড়ন্ত রাজস্থানের সামনে আজ মুম্বাই

প্রকাশিত: ০৪:৪৭, ১৪ এপ্রিল ২০১৫

আইপিএল ২০১৫ ॥ উড়ন্ত রাজস্থানের সামনে আজ মুম্বাই

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) আজ রয়েছে একটি ম্যাচ। আহমেদাবাদে উড়ন্ত রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স। বুধবারের খেলায় কিংস ইলেভেন পাঞ্জাবের প্রতিপক্ষ দিল্লী ডেয়ারডেভিলস। এবারের আসরটা দারুণভাবে শুরু করেছে রাহুল দ্রাবিড়ের ছায়াধন্য রাজস্থান। এ পর্যন্ত দুই ম্যাচে অংশ নিয়ে দুটিতেই জয় পেয়েছে অসি সেনসেশন স্টিভেন স্মিথের নেতৃত্বাধীন রাজস্থান। নিয়মিত অধিনায়ক জাতীয় দল সতীর্থ শেন ওয়াটসনের অভাবটা বুঝতেই দিচ্ছেন না তরুণ স্মিথ। বলিউডের এক সময়ের দাপুটে নায়িকা শিল্পা শেঠীর মালিকানাধীন রাজস্থান অসলেই ভাল শুরু করেছে। নিজেদের প্রথম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে ২৬ রানে বড় ব্যবধানে হারায় স্মিথ বাহিনী। আরেক অসি তারকা জেমস ফকনারের দুরন্ত অলরাউন্ড নেপুণ্যে উড়ন্ত সূচনা করে তারা। ৭ উইকেটে ১৬২ রান করে রাজস্থান। এরপর পাঞ্জাবকে বেঁধে রাখে ১৩৬Ñএ। ব্যাট হাতে ৩৩ বলে ৪৬ রান ও বোলিংয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ফাইনালের নায়ক ফকনার। দিল্লীর বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৩ উইকেটের জয়টা ছিল বেশ নাটকীয়। দিল্লীর ছুড়ে দেয়া ১৮৪ রাানের জবাবে ৭ উইকেট হারানো রাজস্থানকে ইনিংসের শেষ বলে চার মেরে জয় এনে দেন টিম সাউদি! অবশ্য চ্যালেঞ্জিং স্কোর টপকে সাফল্যের পথে গুরুত্বপূর্ণ অবদান দীপক হুদা (২৫ বলে ৫৪) ও অজিঙ্কা রাহানের (৩৯ বলে ৪৭)। ম্যাচের নায়ক দীপকের ২৫ বলের ইনিংসটি ৩ চার ও ৪ ছক্কায় সাজানো। রাজস্থানের হয়ে দৃশ্যপট বদলে দেয়ার ক্ষমতা রাখেন স্টুয়ার্ট বিনি, ক্রিস মরিস, করুণ নায়ার। দল হিসেবে মুম্বাইও যথেষ্ট শক্তিধর। গ্রেট শচীন টেন্ডুলকরের স্মৃতিঘেরা ফ্র্যাঞ্চাইজিটির নেতৃত্বে আছেন রোহিত শর্মা। ব্যাট হাতে দুরন্ত পারফর্মেন্সে যিনি এখনও দলকে জয় এনে দিতে পারেননি। বিদেশী ক্রিকেটারদের মধ্যে লাসিথ মালিঙ্গা, কাইরন পোলার্ড, কোরি এ্যান্ডারসন, এ্যারন ফিঞ্চ, জস হ্যাজলউড, মিচেল ম্যাকক্লেনঘান তুখোড় ক্রিকেটার। স্থানীয়দের মধ্যে আমবাতি রাইডু, পার্থিব প্যাটেল, হরভজন সিং, প্রজ্ঞান ওঝা, জাসপ্রিত বুমরা, আদিত্য তারেদের সক্ষমতাও কম নয়। আসরে প্রথম জয় পেতে জ্বলে উঠতে হবে তাদের। উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইটরাইডার্সের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হারে রোহিত বাহিনী। শেষ ম্যাচে পাঞ্জাবের কাছে ১৮ রানে। ওয়াংখেড়ে স্টেডিয়ামের ম্যাচটি জমিয়ে তুলেছিলেন ব্যাটসম্যান হরভজন! ১৭৭-এর জবাবে ১৫৯ রানে থামে মুম্বাই। আট নম্বরে নেমে ২৪ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৬৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেও দলকে বাঁচাতে পারেননি হরভজন। আগের ম্যাচের এই সাফল্যের জন্যই বুধবার দিল্লীর বিপক্ষে মানসিকভাবে এগিয়ে থাকবে জর্জ বেইলির নেতৃত্বাধীন পাঞ্জাব। সেদিন ৩২ বলে ৬১ রানের দারুণ ইনিংস খেলেছিলেন অধিনায়ক নিজেও। আছেন গ্লেন ম্যক্সওয়েল, বিরেন্দর শেবাগ, ঋদ্ধিমান সাহা, ডেভিড মিলার, মিচেল জনসনের মতো তারকা ক্রিকেটার। চেন্নাই সুপার কিংসের কাছে নাটকীয়ভাবে ১ রানে ও রাজস্থানের কাছে ৩ উইকেটে হারা জেপি ডুমিনির দিল্লীকে প্রথম জয় পেতে তাই আরও সিরিয়াস হতে হবে। সেরাটা দিতে হবে এ্যাঞ্জেলো ম্যাথুস, মনোজ তিওয়ারি, ইমরান তাহিরদের।
×