ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চার্লস্টনের চ্যাম্পিয়ন কারবার

প্রকাশিত: ০৪:৪৯, ১৪ এপ্রিল ২০১৫

চার্লস্টনের চ্যাম্পিয়ন কারবার

স্পোর্টস রিপোর্টার ॥ ডব্লিউটিএ চার্লস্টন টুর্নামেন্ট জিতলেন জার্মানির এ্যাঞ্জেলিক কারবার। টুর্নামেন্টের ফাইনালে পঞ্চম বাছাই কারবার ৬-২, ৪-৬ এবং ৭-৫ গেমে হারান আমেরিকান টেনিস তারকা মেডিসন কেইসকে। এর ফলে ক্যারিয়ারের চতুর্থ এবং ক্লে কোর্টে প্রথম শিরোপা জয়ের স্বাদ পেলেন এ্যাঞ্জেলিক কারবার। ২০১৩ সালে সর্বশেষ কোন ডব্লিউটিএ শিরোপা জিতেছিলেন জার্মানির এই টেনিস তারকা। এরপর আর কোন ইভেন্টেই নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। অবশেষে দীর্ঘদিনের শিরোপা-খরা ঘুচালেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ১৬ নাম্বার তারকা এ্যাঞ্জেলিক কারবার। নতুন বছরের প্রথম শিরোপা জিতে দারুণ উচ্ছ্বসিত এ্যাঞ্জেলিক কারবার। এ বিষয়ে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে জার্মানির এই তারকা খেলোয়াড় বলেন, ‘এর অনুভূতিটা অসাধারণ।’ তবে প্রথম সেট সহজে জেতার পর দ্বিতীয় সেটেই হেরে যান কারবার। কিন্তু শেষ সেটে আবারও ঘুরে দাঁড়ান জার্মানির এই টেনিস খেলোয়াড়। তাই ফাইনাল জিততে রীতিমতো ঘাম ঝড়াতে হয়েছে কারবারের। যে কারণে ম্যাচ শেষে প্রতিপক্ষ মেডিসন কেইসেরও প্রশংসা করেছেন কারবার। এ বিষয়ে তিনি বলেন, ‘মেডিসন কেইস অসাধারণ খেলোয়াড়। আজও দুর্দান্ত খেলেছে সে। তাই আমি মনে করি আমাদের দুজনই চ্যাম্পিয়ন।’ এ্যাঞ্জেলিক কারবার গত কয়েক মৌসুম ধরেই পাদপ্রদীপের আলোয় অবস্থান করছেন। কিন্তু দুর্ভাগ্য নিজেকে মেলে ধরতে পারেননি কখনই। তাই তার ক্যারিয়ারের সেরা র‌্যাঙ্কিং পাঁচ। আর বর্তমানে নিষ্প্রভ পারফর্মেন্সের কারণে কারবারের অবস্থান ষোলোতে। অন্যদিকে মেডিসন কেইসের র‌্যাঙ্কিংয়ে অবস্থান বিশ। তাই প্রতিপক্ষ হিসেবে দুইজনই সমানভাবে শিরোপা জয়ের আশাবাদী ছিলেন। এই টুর্নামেন্টের শুরু থেকে খেলছেনও তারা দুর্দান্ত। নিজেদের সেরাটা খেলেই ফাইনালের টিকেট নিশ্চিত করেন তারা। কিন্তু শেষ পর্যন্ত মেডিসন কেইস শিরোপা জিততে ব্যর্থ হলেন। তবে এর জন্য নিজেকেই দায়ী করলেন আমেরিকান তারকা। এ বিষয়ে কেইস বলেন, ‘এদিন অবশ্য ম্যাচে আমার সেরাটা খেলতে পারিনি। তবে এটা অস্বীকার করার কোন উপায় নেই যে আমি ম্যাচ জয়ের খুব কাছাকাছি ছিলাম। তাই শিরোপা জিততে না পেরে আমি কিছুটা হতাশ।’ গত বছর ইস্টবোর্নে এই মেডিসন কেইসের কাছেই হেরেছিলেন কারবার। অথচ এবার দুর্দান্ত খেলেই শিরোপা নিজের করে নিলেন জার্মান তারকা। তবে কেইস মনে করেন কারবার এখন আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী। যা তাকে শিরোপা জেতাতে সহায়তা করেছে। কেইস বলেন, ‘আমি মনে করি সে এখন অনেক ধারাবাহিক খেলোয়াড়। শুধু তাই নয় এই মুহূর্তে আত্মবিশ্বাসের তুঙ্গে অবস্থান কারবারের।’ আগামী সপ্তাহ থেকেই শুরু হবে ফেড কাপ। সেই টুর্নামেন্টে জার্মানির প্রতিপক্ষ শক্তিশালী রাশিয়া। আর জার্মান দলের অন্যতম ভরসার নাম এই কারবার। ফেড কাপের ঠিক আগে চ্যাম্পিয়ন হওয়ায় দারুণ সন্তুষ্ট কারবার। এটা তার আত্মবিশ্বাসকে বহুগুণে বাড়িয়ে দেবে বলেও মনে করেন তিনি, ‘আমি মনে করি এই সপ্তাহটা খুবই গুরুত্বপূর্ণ। এখন অনেক আত্মবিশ্বাসী হয়েই ফেড কাপের কোর্টে নামতে পারব। এখন আমি শুধুই সামনের দিকে তাকিয়ে আছি। সতীর্থদের সঙ্গে খেলতে আমার অনেক পছন্দ। আশা করি সোচিতে সফল একটা সপ্তাহ কাটাতে পারব।’
×