ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রী আজ গণভবনে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করবেন

প্রকাশিত: ০৫:২৯, ১৪ এপ্রিল ২০১৫

প্রধানমন্ত্রী আজ গণভবনে নববর্ষের শুভেচ্ছা  বিনিময় করবেন

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় গণভবনে দলের লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, উপদেষ্টা পরিষদ, মন্ত্রী পরিষদের সদস্যবর্গ, জাতীয় সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করবেন। এর আগে সকাল ৮টায় আওয়ামী লীগের উদ্যোগে ঢাকা মহানগর আওয়ামী লীগের ব্যবস্থাপনায় বাংলা শুভ নববর্ষ-১৪২২ বঙ্গাব্দ বরণ উপলক্ষে ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক থেকে বঙ্গবন্ধু এ্যাভিনিউ পর্যন্ত নববর্ষ মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এছাড়াও ১ বৈশাখ নববর্ষ বরণ উপলক্ষে আওয়ামী লীগের সকল শাখা সংগঠন, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে। দেশব্যাপী অনুষ্ঠিতব্য এ সব কর্মসূচী বাস্তবায়নে স্ব স্ব এলাকায় আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীদের অনুরোধ জানানো হয়। আ’লীগের উপদেষ্টা হলেন ব্যারিস্টার শফিক ও প্রফেসর বজলুল ॥ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত হয়েছেন প্রফেসর খন্দকার বজলুল হক ও ব্যারিস্টার শফিক আহমেদ। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এ দুজনকে দলের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন। সোমবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কাল আ’লীগে কেন্দ্রীয় কমিটির বৈঠক ॥ আসন্ন তিন সিটি কর্পোরেশন নির্বাচনসহ সাংগঠনিক বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল বুধবার আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক অনুষ্ঠিত হবে।
×