ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এভারেস্ট জয়ী মুসা ইব্রাহিমকে বিমানের সৌজন্য টিকেট প্রদান

প্রকাশিত: ০৪:২৬, ১৬ এপ্রিল ২০১৫

এভারেস্ট জয়ী মুসা ইব্রাহিমকে বিমানের সৌজন্য টিকেট প্রদান

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, জাতীয় গৌরব, এভারেস্ট জয়ী ও বাংলাদেশের পর্যটন দূত মুসা ইব্রাহীম ও তাঁর দলকে ঢাকা-লন্ডন-ঢাকা রুটে ৩টি সৌজন্য টিকেট প্রদান করেছে। মুসা ইব্রাহীম এবার যুক্তরাজ্যের ৩টি সর্বোচ্চ পাহাড় চূড়ায় ২৪ ঘণ্টায় গমন করবেন। এ উদ্দেশে তিনি আগামী ১৯ এপ্রিল যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হবেন। ৩টি চূড়ার প্রথমটি স্কটল্যান্ডে যার উচ্চতা ৪,৪০৯ ফুট, দ্বিতীয়টি ইংল্যান্ডে যার উচ্চতা ৩,২০৯ ফুট এবং তৃতীয়টি ওয়েলসে, যার উচ্চতা ৩,৫৬০ ফুট। ৩টি চূড়ার দূরত্ব পদব্রজে ৩ হাজার মাইল বা ৯,৮০০ ফুট। বুধবার বিমান প্রধান কার্যালয় বলাকায় পরিচালক বিপণন ও বিক্রয় শাহনেওয়াজ মুসা ইব্রাহীমের হাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্পোরেট পতাকা হস্তান্তর করেন, যেটি মুসা বাংলাদেশের হয়ে বিমানের পক্ষে সর্বোচ্চ চূড়ায় মেলে ধরবেন। -বিজ্ঞপ্তি। ইবাইস ভার্সিটিতে নববর্ষে দেশজ ঐতিহ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গলবার ইবাইস ইউনিভার্সিটিতে ‘বর্ষবরণ’ অনুষ্ঠান উদ্যাপিত হয়। নববর্ষ উপলক্ষে ধানম-ি ২৭ মূল সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ ইউনিভার্সিটি অঙ্গনে পান্তা-ইলিশ উৎসব ও দিনব্যাপী দেশজ ঐতিহ্য তুলে ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইবাইস ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শওকত আজিজ রাসেল প্রধান অতিথি, ভাইস চেয়ারম্যান কাওছার এইচ কমেট বিশেষ অতিথি, সদস্য তোফাজ্জল হোসেন জুয়েল, উপদেষ্টা ইসমাইল জাবিউল্লাহ (সাবেক সচিব), অধ্যক্ষ রুহুল আমিনসহ ভিসি প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোঃ হুমায়ূন কবীর উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি।
×