ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আলঝেইমার্সের সঙ্গে ইমিউন সিস্টেমের যোগসূত্র আবিষ্কার

প্রকাশিত: ০৬:২০, ১৬ এপ্রিল ২০১৫

আলঝেইমার্সের সঙ্গে ইমিউন সিস্টেমের যোগসূত্র আবিষ্কার

যুক্তরাষ্ট্রের গবেষকরা আবিষ্কার করেছেন যে, শরীরের রোগ প্রতিরোধ ইমিউন ব্যবস্থা (ইমিউন সিস্টেম) আলঝেইমার্স রোগে একটি ভূমিকা পালন করতে পারে। এই সাফল্য ডিমেনশিয়ার (বার্ধক্যজনিত স্মৃতিভ্রম ও অস্বাভাবিক আচরণ) সবচেয়ে পরিচিত ধরনের রোগের নতুন ধরনের চিকিৎসার সুযোগ এনে দিতে পারে। খবর এএফপির। জার্নাল অব নিউরোসায়েন্সে প্রকাশিত ডিউক বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষায় বলা হয়, গবেষকরা দেখতে পেয়েছেন, সাধারণত মস্তিষ্ককে রক্ষাকারী ইমুইন সিস্টেমের কিছু সেল একটি প্রধান পুষ্টিকর উপাদান আর্জিনাইনকে ধ্বংস করতে শুরু করে। ইঁদুরের ওপর পরীক্ষা চালিয়ে গবেষকরা মস্তিষ্কের প্ল্যাক (বেড়ে ওঠা আঠালো প্রোটিন) ও স্মৃতি বিভ্রম প্রতিরোধ করতে একটি অণু ওষুধ প্রয়োগ করে জরাগ্রস্ততা ঠেকাতে সক্ষম হয়েছেন। সমীক্ষায় দেখা যায়, ইমুইন সিস্টেমের সেলগুলোর প্রকৃত ভূমিকা অস্পষ্ট থাকলেও এই গবেষণা অলঝাইমার রোগের একটি নতুন সম্ভাব্য কারণ নির্দেশ করতে পারে এবং ফলশ্রুতিতে একটি নতুন চিকিৎসা কৌশলের পথ খুলে দিতে পারে। উত্তর দিবেন জুকারবার্গ ! ফেসবুকের কর্ণধার মার্ক জুকারবার্গ তৈরি আপনার প্রশ্নের উত্তর দিতে। প্রতি সপ্তাহে বুধবার তিনি ফেসবুক ইউজারদের নানা প্রশ্নের উত্তর দেবেন। নিজের প্রোফাইলে এক স্ট্যাটাসে তিনি লেখেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে তৈরি। এ উদ্যোগের পোশাকি নাম ‘কোয়েশ্চেন এ্যান্ড অ্যান্সার ইউথ মার্ক’। -জিনিউজ আইওয়ারে গাড়ি নিয়ন্ত্রণ জার্মানির বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারী সংস্থা বিএমডব্লিউ সম্প্রতি বাজারে এনেছে স্মার্ট আইওয়ার। গুগলগ্লাসের মতো বিএমডব্লিউর নয়া আইওয়ারের মাধ্যমে গাড়িচালক নেভিগেশন টিপস পাবেন। এছাড়া গাড়িটি কোথায় রাখা হচ্ছে তাও নজরে রাখবে এ স্মার্ট আইওয়ার। সংস্থা থেকে জানানো হয়েছে, এ আইওয়ারে থাকবে একটি ক্যামেরা, যা সেনসরের মাধ্যমে সংযুক্ত করা থাকবে গাড়ির সঙ্গে। এ ক্যামেরার মাধ্যমেই গাড়ির গতিবিধি নিয়ন্ত্রণ করা যাবে। -ম্যাশএবল ডটকম
×