ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আইপিএলে দিল্লীর প্রথম জয়

প্রকাশিত: ০৮:৩০, ১৬ এপ্রিল ২০১৫

আইপিএলে দিল্লীর প্রথম জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) প্রথম জয়ের দেখা পেয়েছে দিল্লী ডেয়ারডেভিলস। বুধবার রাতে অনুষ্ঠিত ম্যাচে দিল্লী ৫ উইকেটে পরাজিত করে কিংস ইলেভেন পাঞ্জাবকে। টস জয়ী পাঞ্জাব নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৫ রান করে। ১৬৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে এক বল হাতে রেখে ১৯.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে (১৬৯ রান) পৌঁছে যায় দিল্লী। এবারের আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে হারের স্বাদ পেয়েছিল জেপি ডুমিনির দিল্লী। পুনের মহারাষ্ট্র ক্রিকেট এ্যাসোসিয়েশন স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার বীরেন্দর শেবাগের ৪৭ ও ঋদ্ধিমান সাহার ৩৯ রানে ভর করে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৫ রান করে পাঞ্জাব। দিল্লীর দক্ষিণ আফ্রিকান স্পিনার ইমরান তাহির ৪৩ রানে ৩ ও জেপি ডুমিনি ১৬ রানে ২ উইকেট লাভ করেন। জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই পাঞ্জাবের বোলারদের শাসন করতে থাকেন দিল্লীর ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ও যুবরাজ সিং। এ দু’জনের অনবদ্য ব্যাটিংয়ে সহজ জয় পায় দিল্লী। আগারওয়াল ৬৮ ও যুবরাজ করেন ৫৫ রান। পাঞ্জাবের অনুরিত সিং ২টি ও সন্দীপ শর্মা ১টি উইকেট লাভ করেন।
×