ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আগারগাঁও থেকে ২৫ লাখ টাকার জাল মুদ্রাসহ চারজন গ্রেফতার

প্রকাশিত: ০৮:৩৩, ১৬ এপ্রিল ২০১৫

আগারগাঁও থেকে ২৫ লাখ টাকার জাল মুদ্রাসহ চারজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ পঁচিশ লাখ টাকা মূল্যমানের জালটাকাসহ ৪ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজধানীর আগারগাঁও সমবায় অধিদফতরের পেছনে বিএনপি বস্তির আমজাদের ভাড়াটিয়া বাসায় অভিযান চালানো হয়। ডিবির পশ্চিম বিভাগের উপকমিশনার শেখ নাজমুল আলমের সার্বিক নির্দেশনায় অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলামের তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার মাহমুদ নাসের জনির নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে গ্রেফতার হয় জালটাকা ব্যবসায়ী চক্রের মূলহোতা মোঃ আমজাদ হোসেন, মোঃ আঃ সালাম শেখ, মোঃ নজরুল ইসলাম ও মোঃ শহিদুল ইসলাম। তাদের কাছ থেকে ছাপা দশ লাখ জালটাকা ও প্রায় ৫ লাখ টাকা মূল্যের অর্ধছাপা ৫শ’ ও একহাজার টাকার নোটসহ মোট ২৫ লাখ টাকা মূল্যের জালটাকা, জালটাকা তৈরির বিপুল পরিমাণ কাগজ, ৭টি ফ্রেম, রং, নিরাপত্তা সুতা, ৩টি ল্যাপটপ, ১টি ডেক্সটপ, ২টি প্রিন্টার, একহাজার টাকা লেখা জলছাপ দেয়া কাগজসহ জালটাকা তৈরির সরঞ্জাম উদ্ধার হয়। অভিযানকালে আরও ৬ জন জালটাকার কারবারি পালিয়ে যায়।
×