ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সৌরভ ভারতের কোচ!

প্রকাশিত: ০৬:১৭, ১৭ এপ্রিল ২০১৫

সৌরভ ভারতের কোচ!

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী কোচ হতে যাচ্ছেন সৌরভ গাঙ্গুলী? এমনই খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের। বৃহস্পতিবার এ বিষয়ে খবরে ছেয়ে গেছে আন্তর্জাতিক গণমাধ্যম। গত বিশ্বকাপে শেষ হয়ে গেছে ডানকান ফ্লেচারের মেয়াদ। যে কারণে নতুন কোচ খুঁজছে ভারত। নতুন কোচের প্রসঙ্গে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে বিদেশের মাটিতে দলের ভাল খেলাকে। এক্ষেত্রে সবার আগে আসছে সৌরভের নাম। বিসিসিআইয়ের বর্তমান প্রধান জগমোহন ডালমিয়া নাকি সৌরভকেই পছন্দের তালিকায় এক নম্বরে রেখেছেন। এখন দেখা যাক কি হয়। মহিলা ক্রীড়া সংস্থার ক্যাম্পের সমাপনী স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় ক্রীড়া পরিষদের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আজ জুডো ও হ্যান্ডবল প্রশিক্ষণ ক্যাম্প ২০১৫ এর সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান ধানম-ির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ ক্যাম্পে বিভিন্ন জেলা থেকে ৪০ প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে। জুডো প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনা করেন জুডো প্রশিক্ষক কামরুন নাহার হীরু এবং হ্যান্ডবল প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনা করেন হ্যান্ডবল প্রশিক্ষক কামরুল ইসলাম কিরণ। সমাপনী ও সার্টিফিকে প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করবেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) নারায়ণ চন্দ্র দেবনাথ। জাতীয় যুব হকিতে ফরিদপুরের জয় স্পোর্টস রিপোর্টার ॥ ‘অগ্রণী ব্যাংক জাতীয় যুব হকি প্রতিযোগিতা’য় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বৃহস্পতিবারের খেলায় কিশোরগঞ্জ জেলা ৩-০ গোলে রাজশাহী জেলাকে, সিলেট জেলা ৬-১ গোলে নড়াইল জেলাকে, ফরিদপুর জেলা ১৪-০ গোলে পঞ্চগড় জেলাকে হারায়। এছাড়া মেহেরপুর জেলা ওয়াকওভার দেয়ায় বিকেএসপিকে ২-০ গোলে বিজয়ী ঘোষণা করা হয়। লীগের দল বদল পেছাল ॥ বাংলাদেশ হকি ফেডারেশনের প্রিমিয়ার বিভাগ হকি লীগ কমিটির বুধবারের সভায় প্রিমিয়ার বিভাগ হকি লীগ ২০১৫ এর দল বদল ও অন্য বিষয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ঢাকায় আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ক্লাব প্রতিনিধিদের অনুরোধের প্রেক্ষিতে দল বদলের তারিখ ২৬, ২৭ ও ২৮ এপ্রিলের পরিবর্তে আগামী ৫, ৬ ও ৭ মে তারিখ পর্যন্ত পুননির্ধারণ করা হয়েছে। আগামী ২১ মে থেকে ক্লাব কাপ শেষ হওয়ার দুই দিন পর থেকে প্রিমিয়ার বিভাগ হকি লীগ ২০১৫ শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রুডলফসের অবসর স্পোর্টস রিপোর্টার ॥ অবসরের ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান জ্যাকুয়েস রুডলফস। বুধবার এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছেন ৩৩ বছর বয়সী বাঁহতি ব্যাটসম্যান। দক্ষিণ আফ্রিকার হয়ে ৪৮ টেস্ট ও ৪৫ ওয়ানডে খেলা এই ব্যাটসম্যান দীর্ঘদিন ধরেই প্রোটিয়া দলের বাইরে। যে কারণে ইংলিশ কাউন্টিতে নিয়মিত খেলে থাকেন তিনি। বর্তমানে গ্লামারগানের অধিনায়ক রুডলফস।
×