ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শীতলক্ষ্যা এখন লাশের ডাম্পিং॥ পাঁচদিনে ৩ লাশ উদ্ধার

প্রকাশিত: ০৬:২৩, ১৭ এপ্রিল ২০১৫

শীতলক্ষ্যা এখন লাশের ডাম্পিং॥ পাঁচদিনে ৩ লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, সিদ্ধিরগঞ্জ, ১৬ এপ্রিল ॥ নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী এখন লাশ ফেলার ডাম্পিং পয়েন্টে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত হত্যাকা-ের ৭টি লাশ উদ্ধার হওয়ার পর থেকে প্রায়ই উদ্ধার হচ্ছে লাশ। গত ৫ দিনের ব্যবধানে শীতলক্ষ্যা নদী থেকে ৩টি লাশ উদ্ধার করা হয়। তিনটি লাশ পরিচয়হীন। এতে শীতলক্ষ্যা নদীর তীরবর্তী বাসিন্দাসহ নারায়ণগঞ্জবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা যায়, গত ৫ দিনের ব্যবধানে শীতলক্ষ্যা নদীর বন্দর, সিদ্ধিরগঞ্জ ও রূপগঞ্জ থেকে ৩টি লাশ উদ্ধার করা হয়। গত ১১ এপ্রিল বন্দর উপজেলার মদনগঞ্জ লঞ্চঘাট থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর (৪০) লাশ উদ্ধার করে পুলিশ। নিহত নারীর পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। গত ১২ এপ্রিল সিদ্ধিরগঞ্জের গোদনাইলের বাগপাড়ায় একই নদী থেকে অজ্ঞাত পরিচয় আরেক নারীর (২০) মাথাবিহীন লাশ উদ্ধার হয়। সর্বশেষ ১৫ এপ্রিল রূপগঞ্জের দক্ষিণ রূপসী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার হয়। এছাড়াও প্রায়ই শীতলক্ষ্যা নদীর রূপগঞ্জ, সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ, বন্দর ও নারায়ণগঞ্জ সদর থানা এলাকা থেকে উদ্ধার হচ্ছে লাশ। স্ত্রী হত্যার বিচার দাবিতে ভোলায় মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১৬ এপ্রিল ॥ পরকীয়ার জের ধরে স্ত্রী হত্যার প্রতিবাদে ঘাতক স্বামী মোঃ ফারুকের বিচারের দাবিতে বৃহস্পতিবার সকালে নিহতের স্বজন ও নাগরিক কমিটির নেতৃবৃন্দ ভোলায় মানববন্ধন করেছে । শহরের বাংলাস্কুল মোড়ে অনুষ্ঠিত এ মানববন্ধনে নিহতের স্বজন, নাগরিক কমিটির সদস্য, হিউম্যান রাউটস ডিফেন্ডারফোরামসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে। গাইবান্ধায় ডাকাতি লুট হওয়া ৭০ বস্তা চাল উদ্ধার নিজস্ব সংবাদদতা, গাইবান্ধা, ১৬ এপ্রিল ॥ পলাশবাড়ী উপজেলার একটি চাতালের তালা ভেঙ্গে ডাকাতির ঘটনায় ৭০ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করা হয়। পলাশবাড়ী থানা ও ধাপেরহাট পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে সাদুল্যাপুর উপজেলার বকশিগঞ্জ বাজার থেকে বুধবার রাত সাড়ে ১০টায় চাল উদ্ধার ও তাদের আটক করা হয়।
×