ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিটি নির্বাচন

প্রকাশিত: ০৩:৫৩, ১৮ এপ্রিল ২০১৫

সিটি নির্বাচন

২৮ এপ্রিল তিনটি সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানী ঢাকার উত্তর ও দক্ষিণে দুটি আর বন্দরনগরী চট্টগ্রামে একটি সর্বমোট তিনটি সিটি কর্পোরেশনে নগরপিতার আসনে বসার জন্য সকল মেয়র প্রার্থীই আশাবাদী। নতুন নতুন যুক্তি, উন্নয়ন দেয়ার প্রতিশ্রুতি, নগরকে বাগিচার মতো সাজাবে, অন্ধকার তাড়িয়ে আলোকিত নগর উপহার দেবে, জলাবদ্ধতা দূর করবে ইত্যাদি সেøাগান নিয়ে দ্বারপ্রান্তে হাজির পবিত্র আমানত, মহামূল্যবান ভোট ফুটো পাত্রে রাখবেন না, রক্তমাখা হতে দেবেন না। তবে আপনার ভোট আপনিই দিন, কিন্তু একটু ভেবেচিন্তে নিজের বিবেককে প্রশ্ন করে দিন; কারণ আপনার একটি ভোটই মহামূল্যবান ভোট হয়ে যেতে পারে। মনে রাখবেন, এক ভোট যিনি বেশি পাবেন আইনগতভাবে তিনি জয়ী হবেন, তিনিই নগরপিতা হবেন আগামী পাঁচ বছরের জন্য। সুতরাং সম্মানিত নগরবাসী ভোটার ভাই-বোনেরা ঠা-া মাথায় একটু ভেবে দেখুন মাংস হারামতো ঝোল হালাল হয় কী করে? ২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য বহু চেষ্টার পরেও যারা অংশগ্রহণ করেনি, এমনকি নির্বাচনকালীন অস্থায়ী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেয়ার কথা বলার পরও যারা নির্বাচনে অংশগ্রহণ করেনি বরং নির্বাচন প্রতিহত করার কথা বলে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান জ্বালিয়ে দিয়েছে, অনেক বাড়িঘরে আগুন দিয়েছে, মানুষ হত্যা করেছে কিন্তু সেই নির্বাচন বন্ধ করতে পারেনি। নির্বাচন হয়ে গেছে নতুন সরকারও গঠিত হয়েছে, মন্ত্রিপরিষদও যথাযথভাবে শপথ নিয়েছে, সরকার সুন্দর সুষ্ঠুভাবে দেশ চালাচ্ছে। তিনটি সিটি কর্পোরেশন এলাকার প্রিয় নগরবাসী। আপনাদের নিজের বিবেককে প্রশ্ন করুন পবিত্র আমানত, মহামূল্যবান ভোট কার হাতে তুলে দিবেন। শান্তি আর প্রগতির অগ্রদূতদের হাতে উন্নয়ন ও আধুনিক বাংলাদেশের রূপকারদের প্রতীকে নাকি বিগত তিন মাসে নিরীহ দেড় শ’ মানুষ হত্যাকারী হাসপাতালের বার্ন ইউনিটের পোড়া দগ্ধ দুর্গন্ধ জড়িতদের হাতে এবং আধুনিক মানবতাবিধ্বংসী পেট্রোলবোমা আবিষ্কারকারী সাধারণ মানুষের রক্তেরঞ্জিতদের হাতে? বিবেক বিশ্লেষণ, বিচারের দায়িত্ব আপনাদের। কাজী নুরুল আমিন কলেজ রোড, শ্রীনগর মুন্সীগঞ্জ।
×