ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় ধান ক্ষেতে পোকা ॥ উদ্বিগ্ন কৃষক

প্রকাশিত: ০৪:০৬, ১৮ এপ্রিল ২০১৫

নেত্রকোনায় ধান ক্ষেতে  পোকা ॥ উদ্বিগ্ন কৃষক

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১৭ এপ্রিল ॥ জেলার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের গোবিন্দপুর এলাকার বোরো জমিতে ‘রাইস ব্ল্যাক বিটল’ নামক এক ধরনের বিরল প্রজাতির পোকার আক্রমণ দেখা দিয়েছে। এলাকার কৃষকরা এর আগে এ ধরনের পোকা আর দেখেননি। স্থানীয় কৃষিবিভাগও বলেছে, বাংলাদেশে এ ধরনের পোকা বিরল। এই পোকা জমির ধানগাছ গোড়া থেকে কেটে ফেলছে। ফলে বিষয়টি নিয়ে স্থানীয় কৃষকরা উদ্বিগ্ন। এলাকাবাসী ও উপজেলা কৃষিবিভাগ সূত্রে জানা গেছে, গোবিন্দপুর গ্রামের অদূরে নাড়িয়া বিলের জমিতে সপ্তাহখানেক আগে বিরল প্রজাতির এ পোকার আক্রমণ দেখা দেয়। স্থানীয় কৃষকরা দেখতে পান, অনেকটা তেলাপোকা বা পামড়ি পোকার মতো শক্ত আবরণযুক্ত পোকাগুলো জমির ধানগাছ গোড়া থেকে কেটে ফেলছে। যেসব জমির ধানের শীষ মিল্কিং স্টেজ পেরিয়ে দানায় পরিণত হচ্ছেÑ কেবল সে সব জমিতেই আক্রমণ করছে পোকাগুলো। নতুন জাতের পোকার কারণে উদ্বিগ্ন কৃষকরা বিষয়টি উপজেলা কৃষিবিভাগকে জানালে কৃষি কর্মকর্তারা নানা ধরনের কীটনাশক প্রয়োগ করে পরীক্ষা করেন। কিন্তু দেখা যায়Ñ কোন কীটনাশকেই পোকা দমন হচ্ছে না। এ অবস্থায় কৃষিবিভাগ বিষয়টি ধান গবেষণা ইনস্টিটিউটকে জানায়। বৃহস্পতিবার ধান গবেষণা ইনস্টিটিউটের চার সদস্যের একটি টিম সরেজমিনে আক্রান্ত এলাকা পরিদর্শন করেন এবং পরীক্ষা-নিরীক্ষার জন্য নমুনা নিয়ে যান।
×