ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাতক্ষীরায় বিজিবি- পরিবহন শ্রমিক বিরোধ ॥ সড়ক অবরোধ

প্রকাশিত: ০৪:০৭, ১৮ এপ্রিল ২০১৫

সাতক্ষীরায় বিজিবি- পরিবহন শ্রমিক বিরোধ ॥ সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ বাস তল্লাশির ঘটনা নিয়ে বাস শ্রমিক ও বিজিবি সদস্যদের মধ্যে সংঘর্ষের প্রতিবাদে সড়ক অবরোধ করে শ্রমিকরা । ঘণ্টাব্যাপী অবরোধে কয়েক কিলোমিটারব্যাপী তৈরি হয় যানজট। পুলিশের মধ্যস্থতায় প্রায় ১ ঘণ্টা পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। শুক্রবার সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত চলে এই অবরোধ। সাতক্ষীরা-যশোর মহাসড়কের কলারোয়া উপজেলার যুগীবাড়ি মোড়ে এই অবরোধের ঘটনা ঘটে। সাতক্ষীরা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম রবি জানান, যশোরগামী একটি বাস যুগীবাড়ি মোড়ে শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে পৌঁছলে তল্লাশির জন্য সিগনাল দেয় বিজিবি। চালক বাসটি থামিয়ে বিজিবি সদস্যদের দ্রুত তল্লাশির অনুরোধ জানায়। এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে বিজিবির সদস্যরা শ্রমিকদের বেধড়ক পেটায়। এর জের ধরে শ্রমিকরা রাস্তার ওপর গাড়ি রেখে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
×