ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চুক্তি বাস্তবায়নের দাবি ২০ এপ্রিল সব ছিটমহলে বিক্ষোভ

প্রকাশিত: ০৪:১০, ১৮ এপ্রিল ২০১৫

চুক্তি বাস্তবায়নের দাবি ২০ এপ্রিল সব ছিটমহলে  বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ আগামী ২১ এপ্রিল ভারতের সংসদ অধিবেশন শুরু হতে যাচ্ছে। এই অধিবেশনে যাতে স্থলসীমান্ত (ছিটমহল) চুক্তির চূড়ান্ত সিদ্ধান্তের বিল পাস করা হয় সে দাবি নিয়ে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি গণতান্ত্রিক আন্দোলনের ডাক দিয়েছে। আগামী ২০ এপ্রিল ভারত ও বাংলাদেশের প্রতিটি ছিটমহলে একযোগে বিক্ষোভ সমাবেশ কর্মসূচী পালন করা হবে। সেই সঙ্গে পরবর্তী আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হবে। শুক্রবার বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির ভারত ইউনিটের সহসম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত জানান, আমরা শুধু অপেক্ষার পালায় ভুগছি। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে বলেন, বঙ্গবন্ধুকন্যার শতভাগ চেষ্টায় স্থলসীমান্ত চুক্তির অগ্রগতি হয়েছে। ৬৭ বছর ধরে বন্দী থাকা ছিটমহলবাসীর মুখে এখন মুক্তির দাবির সেøাগান ঘরে ঘরে শুরু হয়েছে। অথচ ভারত সরকার আজকাল করে স্থলসীমান্ত চুক্তি ঝুলিয়ে রেখেছে। আমরা আর ভারত সরকারের আশার বাণী শুনতে চাই না। চাই বাস্তবায়ন।
×