ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মেসিকেই বেশি পছন্দ পেলের!

প্রকাশিত: ০৪:৩৪, ১৮ এপ্রিল ২০১৫

মেসিকেই বেশি পছন্দ পেলের!

স্পোর্টস রিপোর্টার ॥ লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্ব ফুটবলের সেরা দুই তারকা। গত এক দশক ধরেই ফুটবল বিশ্বে এককভাবে রাজত্ব করছেন তারা। একের পর এক রেকর্ড গড়ে নিজেদের নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। লিওনেল মেসি আগে হাঁটলে সেই পথে একটু পড়ে হাঁটেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যে কারণে তাদের সঙ্গে কেউ তুলনা করাটা প্রকৃতপক্ষেই কঠিন। যেমনটা মানছেন ফুটবল সম্রাট পেলেও। তারপরও যদি কেউ মেসি-রোনাল্ডোর তুলনা করতে বলেই ফেলেন। সেক্ষেত্রে রোনাল্ডো নয় লিওনেল মেসিকেই বেছে নেবেন ৭৪ বছর বয়সী পেলে। এ বিষয়ে ব্রাজিলিয়ান ফুটবলের জীবন্ত কিংবদন্তি পেলে বলেন, ‘মানুষ যখন জিজ্ঞাসা করে মেসি নাকি রোনাল্ডো কে এগিয়ে? আমি বলি ওদের দু’জনের তুলনা করও না। রোনাল্ডো অনেক বড় মানের খেলোয়াড়। ও ভাল স্কোরার। অসাধারণ দক্ষতায় গোল করে ম্যাচ জেতাতে পারে। কিন্তু লিওনেল মেসি খেলা তৈরি করতে পারে। গোলও করতে পারে। দু’জনের মধ্যে বাছতে বললে আমি মেসিকেই বেছে নেব।’ শুধু এবারই প্রথম নয়, এর আগেও এমন প্রশ্নের উত্তরে মেসিকে এগিয়ে রেখেছিলেন পেলে। গত সাত বছরে বিশ্বসেরা ফুটবলারের পুরস্কার নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়া এই দুই তারকার মধ্যে মেসিকেই দলের জন্য খেলা সেরা খেলোয়াড় মনে করেন তিনি। লন্ডনে সাংবাদিকদের সেবার পেলে বলেছিলেন, ‘মেসি দলের জন্য খেলে; খেলাটা সে গড়ে তোলে এবং সহায়তা করে। রোনাল্ডো হয় তো অনেকটা ব্রাজিলের রোনাল্ডোর মতো, অনেক গোল করে। কিন্তু আমার দলে আমি মেসিকেই নেব, তবে দু’জনেই চমৎকার খেলোয়াড় এ বিষয়ে কোন সন্দেহ নেই। এখন রোনাল্ডোর চেয়ে মেসি ভিন্ন খেলা খেলছে। রোনাল্ডো শুধু সামনে খেলে।’ চলতি মৌসুমে স্প্যানিশ লা লিগায় সবার ওপরে রোনাল্ডো। প্রতিপক্ষের জালে ইতোমধ্যেই ৮ বার বল জড়িয়েছেন তিনি। এছাড়া সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১২ গোল। অন্যদিকে লিওনেল মেসি এই মৌসুমে গোল করেছেন ৩৪। আর সতীর্থদের দিয়ে করিয়েছে ১৫ গোল। চলতি মৌসুমে লুইস এনরিকের বার্সিলোনা দুর্দান্ত খেলছে। এখন পর্যন্ত লীগ টেবিলে সবার ওপরে অবস্থান করছে তারা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদিদ্রের অবস্থান পয়েন্ট টেবিলের দুইয়ে।
×