ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যৌন হয়রানি ঢাবি কমিটিকে ২৩ এপ্রিলের মধ্যে তথ্য দেয়ার অনুরোধ

প্রকাশিত: ০৫:১১, ১৮ এপ্রিল ২০১৫

যৌন হয়রানি ঢাবি কমিটিকে ২৩ এপ্রিলের মধ্যে তথ্য দেয়ার অনুরোধ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ বর্ষবরণের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীদের যৌন হয়রানির ঘটনার তদন্তে ঢাকা বিশ্ববিদ্যালয় যৌন হয়রানি প্রতিরোধ কমিটি তদন্ত কাজ শুরু করেছে। তদন্তের স্বার্থে এ সম্পর্কে প্রত্যক্ষদর্শীর প্রামাণিক কোন তথ্য থাকলে তা কমিটির আহ্বায়ক প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদের দফতরে লিখিতভাবে আগামী এক সপ্তাহের মধ্যে অর্থাৎ ২৩ এপ্রিলের মধ্যে জমা দেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা নূর উদ্দিন সেলু জনকণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক জনকণ্ঠকে জানান, নির্দিষ্ট সময়েই আমরা হাইকোর্টের প্রতিবেদন দেব। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঘটনাটি জানিয়েছি। তারা তদন্ত করবে, দোষীদের বের করে শাস্তির আওতায় আনবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি প্রতিরোধ কমিটিও তদন্ত করবে।
×