ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জনতা ব্যাংকের রংপুর বিভাগীয় সম্মেলন

প্রকাশিত: ০৬:৩৯, ১৮ এপ্রিল ২০১৫

জনতা ব্যাংকের রংপুর বিভাগীয় সম্মেলন

স্টাফ রিপোর্টার, রংপুর ॥ জনতা ব্যাংক লিমিটেড রংপুর বিভাগীয় সম্মেলন ২০১৫ বৃহস্পতিবার রংপুরে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পর্যটন মোটেলে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের সিইও এ্যান্ড এমডি মোঃ আবদুস সালাম এফসিএ, বিশেষ অতিথি ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল ও মহাব্যবস্থাপক মোঃ নেসার উদ্দিন আহম্মেদ। এতে সভাপতিত্ব করেন আখতারুজ্জামান, উপ-মহাব্যবস্থাপক, জনতা ব্যাংক লিমিটেড, রংপুর বিভাগীয় কার্যালয়। সম্মেলনে উত্তরাঞ্চলের সামগ্রিক ব্যবসায়িক কর্মকা- বিশ্লেষণ করে প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে কর্মকৌশল নির্ধারণ ও সে অনুযায়ী কর্মকা- পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেয়া হয়। প্রধান অতিথি তার বক্তব্যে উত্তরাঞ্চলের অর্থনৈতিক প্রেক্ষাপটে বাণিজ্যিক ঋণের পাশাপাশি ক্ষুদ্র আয়ের জনগোষ্ঠী বিশেষ করে শস্য ঋণ, কৃষি উপকরণ ও যন্ত্রপাতি এবং অন্যান্য আয়বর্ধক কর্মকা-ে বরাদ্দকৃত ঋণের অর্থ যথাযথ ও স্বচ্ছতার সঙ্গে বিতরণের নির্দেশ দেন। তিনি আরও বলেন নারী উদ্যোক্তা, এসএমই ঋণ খাতে ঋণের পরিমাণ যথোপযুক্ত প্রয়োগের মাধ্যমে এলাকার অর্থনৈতিক উন্নয়ন তথা ব্যাংকের ব্যবসায়িক উন্নয়নে সকলকেই অধিকতর মনোযোগী হতে হবে। তিনি সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকারী সেবাখাতসমূহে যথাযথ ভূমিকা পালনের মাধ্যমে জনতা ব্যাংকের ভাবমূর্তি সমুজ্জ্বল রাখার পরামর্শ দেন। এছাড়াও তিনি স্কুল ব্যাংকিং হিসাব খোলা, জনতা ব্যাংকের প্রোডাক্ট সম্পর্কে ব্যাপক প্রচারণা, সার্বিক সেবার মান উন্নতকরণের মাধ্যমে গ্রাহক আকৃষ্টকরণ সর্বোপরি ব্যাংকের কাক্সিক্ষত লক্ষ্যমাত্রা অর্জনে রংপুর বিভাগের জনতা পরিবারের সদস্যদের অধিকতর যতœশীল হওয়ার পরামর্শ দেন।
×