ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নস্যাৎ করতে চায় যুদ্ধবাজরা ॥ রন পল

প্রকাশিত: ০৬:১৬, ১৯ এপ্রিল ২০১৫

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নস্যাৎ করতে চায় যুদ্ধবাজরা ॥ রন পল

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী রন পল বলেছেন, ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর সম্ভাব্য পরমাণু চুক্তিকে নস্যাৎ করতে চান যুদ্ধবাজ মার্কিন আইনপ্রণেতারা। একই সঙ্গে পরমাণু আলোচনার বিষয়টি মার্কিন কংগ্রেসে তোলার চেষ্টারও নিন্দা করেন তিনি। খবর ওয়েবসাইটের। ছয় জাতিগোষ্ঠী কি নিয়ে কাজ করছে তা বিস্তারিতভাবে না জেনেই নয়া রক্ষণশীল যুদ্ধবাজ আইনপ্রণেতারা তার বিরোধিতা করছেন উল্লেখ করে তিনি বলেন, তারা যে কোন ধরনের চুক্তি চায় না তা পরিষ্কারভাবে বোঝা যায়। প্রবীণ এই মার্কিন রাজনীতিবিদ আরও বলেন, ইরানের বিষয়ে কূটনৈতিক তৎপরতা চালাতে গিয়ে সীমা অতিক্রম করা হয়েছে বলে অনেক কংগ্রেস সদস্যই মনে করেন। পুরনো হলেও দামী... নব্বই দশকে তৈরি এমন একটি এ্যাপেল ওয়াচ বা হাতঘড়ির বিজ্ঞাপন দিয়েছে অনলাইন সংস্থা ই-বে। কেবল সময় দেখা ছাড়া বর্তমান স্মার্টওয়াচের মতো মেসেজ বা ভিডিও দেখা যেত না ওই ঘড়িতে। তবুও পুরনোটি বিক্রির জন্য দাম ধরা হয়েছে ৩৫০ ডলার। কিছুদিন পরই বাজারে আসছে নয়া এ্যাপেল স্মার্টওয়াচ। -জি নিউজ ১৪ হাজার মাইল পাড়ি রাশিয়া থেকে মেক্সিকো পর্যন্ত ১৩ হাজার ৯৮৭ মাইল জলপথ পাড়ি দিল এক তিমি। নয় বছর বয়সী ধূসর রঙের স্ত্রী তিমিটির নাম ভারভারা। ছয় মাসেরও কম সময়ে ভারভারা এ পথ অতিক্রমের মাধ্যমে রেকর্ড করল। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে দীর্ঘ পথ পাড়ি দেবার এটিই সর্বোচ্চ রেকর্ড। রাশিয়ার উপকূলের পাশাপাশি উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরের শীতল পানি পছন্দ করে ধূসর তিমিরা। মূলত ধূসর প্রজাতির তিমির গতিবিধি জানতে ভারভারার চলাচলেরও ওপর নজর রাখা হয়েছিল। -ইউপিআই
×