ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লেনদেনের শীর্ষে এন ক্যাটাগরি

প্রকাশিত: ০৬:৫৩, ১৯ এপ্রিল ২০১৫

লেনদেনের শীর্ষে এন ক্যাটাগরি

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের সেরা স্থানে রয়েছে নতুন বা ‘এন’ ক্যাটাগরির তিন কোম্পানি। এরমধ্যে ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন প্রথম স্থানে, শাশা ডেনিমস তৃতীয় ও ইফাদ অটোস চতুর্থ স্থানে রয়েছে। সমাপ্ত সপ্তাহে ‘এন’ ক্যাটাগরির ইউনাইটেড পাওয়ার লেনদেনের শীর্ষে অবস্থান করছে। কোম্পানিটি ১ কোটি ৮ লাখ ৫৬ হাজার ৩৯টি শেয়ার ১৯৪ কোটি ৩৯ লাখ ৩১ টাকায় লেনদেন করেছে। লেনদেনের তৃতীয় স্থানে শাশা ডেনিমস। সমাপ্ত সপ্তাহে কোম্পানিটি ১ কোটি ৬২ লাখ ৭৯ হাজার ৪৭১টি শেয়ার ৬৮৭ কোটি ১৪ লাখ ৪ হাজার টাকায় লেনদেন করে। লিন্ডের এজিএম ৩০ এপ্রিল অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ১০টায় অফিসার্স ক্লাব, ২৬ বেইলী রোড, রমনা, ঢাকায় এজিএম অনুষ্ঠিত হবে। গত ২৬ ফেব্রুয়ারি লিন্ডে বাংলাদেশ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগে গত বছরের আগস্ট মাসে কোম্পানিটি একই হিসাব বছরের জন্য ২০০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছিল। চূড়ান্ত লভ্যাংশের ফলে মোট লভ্যাংশের পরিমাণ দাঁড়াল ৩১০ শতাংশ। এজন্য রেকর্ড ডেট ছিল গত ১০ মার্চ।
×