ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা

দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৫৪, ১৯ এপ্রিল ২০১৫

দশম শ্রেণির পড়াশোনা

বহুনির্বাচনী প্রশ্ন : ১. বক্সারের যুদ্ধে ইংরেজরা কার সাথে যুদ্ধ করে? ক) ফকিরদের খ) মীর কাসিমের গ) মজনু শাহের ঘ) তিতুমীরের ২. ফকির সন্ন্যাসী আন্দোলনের পতন ত্বরান্বিত করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানী কোন পদক্ষেপটি গ্রহণ করে? ক) নির্বিচারে হত্যা ও জুলুম খ) অবৈধ অস্ত্র উদ্ধার গ) ফকিরদের বিরুদ্ধে মামলা গ্রহণ ঘ) উন্নতর রণ কৌশল ও সেনাবাহিনী বৃদ্ধি ৩. মুসলিম কৃষকদের দাড়ির ওপর কে কর ধার্য করেছিল? ক) তিতুমীর খ) কৃষ্ণদেব গ) শ্রীকৃষ্ণ চৌধুরী গ) মজনু শাহ ৪. বাংলার স্বাধীনতা তথা মুক্তিযোদ্ধাদের শক্তি এবং অনুপ্রেরণা যুগিয়েছেনÑ র) তিতুমীরের জমিদার বিরোধী আন্দোলন রর) নীলকর আন্দোলন ররর) ইংরেজদের বিরোধী আন্দোলন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৫. হাজী শরীয়ত উল্লাহর সবচেয়ে বড় সাফল্য কোনটি? ক) বাংলার কৃষকদের মাঝে জাগরণ সঞ্চার করা খ) বাংলার কৃষকদের মাঝে ধর্মীয় চেতনা জাগ্রত করা গ) কৃষকদের পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করে তোলা ঘ) বাংলার সাধারণ মানুষের মধ্যে ইংরেজবিরোধী চেতনা বৃদ্ধি করা ৬. নীল বিদ্রোহের কারণ কী? ক) নীলের মূল্য কম ছিল খ) নীল চাষ ব্যয়বহুল ছিল গ) নীল চাষ খুবই অসাধ্য ছিল ঘ) নীলকরদের অকথ্য অত্যাচার ৭. ‘সত্যাগ্রহের’ অন্যতম বৈশিষ্ট্য কোনটি? ক) রক্তপাত খ) বল প্রয়োগ গ) অস্ত্রের ব্যবহার ঘ) অস্থিরতা ৮. উক্ত বিদ্রোহের আগুন জ্বলে ওঠেÑ র) ফরিদপুর ও যশোরে রর) চট্টগ্রাম ও সিলেট ররর) রাজশাহী ও পাবনায় ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৯. উক্ত বিদ্রোহ নিরসনে সরকার কর্তৃক ঘোষিত হয়Ñ র) নীলকররা বলপূর্বক নীলচাষে বাধ্য করাতে পারবে না রর) বল প্রয়োগ করলে আইনত দ-নীয় ররর) নীলকরদের এদেশ থেকে চলে যেতে হবে ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১০. সতীদাহ প্রথা রহিত হয় কত সালে? ক) ১৮২৯ সালে খ) ১৮৩০ সালে গ) ১৮৩১ সালে ঘ) ১৮৩৯ সালে ১১. কত সালে হিন্দু বিধবা আইন প্রবর্তিত হয়? ক) ১৭৯৯ সালে খ) ১৮৫৬ সালে গ) ১৮৯১ সালে ঘ) ১৮৯২ সালে ১২. কার প্রচেষ্টায় কলকাতার হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজে রূপান্তরিত হয়? ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খ) হাজী মুহাম্মদ মহসীন গ) নওয়াব আব্দুল লতিফ ঘ) সৈয়দ আসির আলী ১৩. সর্বপ্রথম কোন ভারতীয় লন্ডন প্রিভি কাউন্সিলের সদস্যপদ লাভ করেন? ক) সৈয়দ আমীর আলী খ) নওয়াব আব্দুল লতিফ গ) রাজা রামমোহন রায় ঘ) নবাব সলিমুল্লাহ ১৪. সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান এসোসিয়েশনের লক্ষ্য ছিলÑ র) মুসলমানদের অধিকার আদায় করা রর) হিন্দু-মুসলমানদের সম্প্রীতি বজায় রাখা ররর) মুসলমানদের বিভিন্ন সমস্যার সমাধান করা ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৫. চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক কে? ত) লর্ড ক্লাইভ খ) লর্ড কর্ন ওয়ালিস গ) লর্ড ওয়েলেসলী ঘ) লর্ড কার্জন ১৬. উপমহাদেলে কুটির শিল্প ধ্বংস হওয়ার ফলে কী ঘটে? ক) অনেক শ্রমিক বেকার হয় খ) শ্রমিকরা বৃহৎ শিল্পে কাজ পায় গ) শ্রমিকরা কৃষি কাজ বেছে নেয় ঘ) শ্রমিকরা নীল চাষে যোগ দেয় ১৭. বর্তমানে অনেক দেশের সরকারকে প্রশাসনিক সুবিধার জন্য রাষ্ট্রকে বিভিন্ন অঞ্চল বা প্রদেশে বিভক্ত করতে দেখা যায়। এটি ব্রিটিশ আমলের কোন ঘটনার প্রেক্ষাপট মনে করিয়ে দেয়? ক) মুসলিম লীগ গঠন খ) বঙ্গভঙ্গ কার্যকর গ) ১৮৫৭ সালের বিদ্রোহ ঘ) ১৮৩৫ সালের ভারত শাসন আইন ১৮. ১৯০৫ সালে বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে গঠিত তৎকালীন বাংলা প্রদেশকে দুটি ভাগে বিভক্তি কী ধরনের ঘোষণা ছিল? ক) সামাজিক জীবনের একটি তাৎপর্যপূর্ণ ঘটনা খ) রাজনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা গ) অর্থনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা ঘ) শিক্ষা ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা ১৯. কোন আইনের মাধ্যমে মুসলমানদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা স্বীকৃত হয়? ক) মলি-মিন্টো সংস্কার আইন ১৯০৯ খ) ভারত শাসন আইন ১৯১৯ গ) ভারত শাসন আইন ১৯৩৫ ঘ) প্রাদেশিক স্বায়ত্তশাসন আইন ২০. ব্রিটিশ পার্লামেন্ট কেন ভারত স্বাধীনতা আইন পাস করতে বাধ্য হয়? ক) ইংরেজদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খ) কংগ্রেসের চেষ্টার ফলে গ) কংগ্রেস ও মুসলিম লীগ সমঝোতার কারণে ঘ) কংগ্রেস ও মুসলিম লীগের নিজ নিজ দাবিতে অটল থাকার ফলে
×