ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:৫৫, ১৯ এপ্রিল ২০১৫

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

বিষয়: দৈনন্দিন বিজ্ঞান ১. ডা. ইব্রাহিম কর্তৃক প্রতিষ্ঠিত হাসপাতাল কোনটি? ক) পিজি হাসপাতাল খ) বারডেম গ) ঢাকা মেডিকেল কলেজ ঘ) ল্যাব এইড ২. ভাইরাস একটি- ক) এককোষী জীব খ) দ্বিকোষী গ) অকোষী জীব ঘ) বহুকোষী জীব ৩. কাঁদুনে গ্যাস উৎপন্ন হয় ক্লোরোফর্মের সাথে কোন এসিডের বিক্রিয়ায়? ক) গাঢ় হাইড্রোক্লোরিক এসিড খ) গাঢ় সাইট্রিক এডিস গ) গাঢ় নাইট্রিক এসিড ঘ) গাঢ় অ্যাসিটিক এসিড ৪. কোনটির অভাবে আমাদের দাঁত ক্ষয় হয়ে যায়? ক) পটাসিয়ামের খ) সোডিয়ামের গ) ক্যালসিয়ামের ঘ) সালফারের ৫.নিচের কোনটি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে? ক) পরমাণু খ) অণু গ) কণা ঘ) ইলেকট্্রন ৬. চন্দ্রে প্রথম পদার্পণ করেন কে? ক) ইউরি গ্যাগরিন খ) এডুইন অলড্রিন গ) নীল আর্মস্ট্রং ঘ) ভ্যালেন্টিনা তেরোসকভা ৭. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার জন্য কোন বিষয়টি অপরিহার্য? ক) তাপমাত্রা খ) সূর্যালোক গ) উদ্ভিদের পাতা ঘ) নির্দিষ্ট তাপমাত্রা ও আলো ৮. যেসব অনুজীব রোগ সৃষ্টি করে তাদের কি বলে? ক) টক্সিন খ) ইনফেকশন গ) প্যাথোজেন ঘ) কার্টিসন ৯. পরমাণুর ঋণাত্মক আধানবিশিষ্ট কণিকা কোনটি? ক) প্রোটন খ) ইলেকট্রন গ) নিউট্রন ঘ) নিউক্লিয়াস ১০. উদ্ভিদের ক্লোরোফিলে কোন ধাতু থাকে? ক) অ্যালুমিনিয়াম খ) ম্যাগনেসিয়াম গ) কার্বন ঘ) ফসফরাস ১১. কোন রং-এর কাপে চা বেশিক্ষণ গরম থাকে? ক) কালো খ) নীল গ) সাদা ঘ) খয়েরি ১২. সময়ের সাথে কোন বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে কি বলা হয়? ক) বেগ খ) দ্রুতি গ) সরণ ঘ) মন্দন ১৩. চলন্ত বাস হঠাৎ ব্রেক করলে মানুষ সামনের দিকে ঝুঁকে পড়ে কেন? ক) গতি জড়তা খ) স্থিতি জড়তা গ) প্রতিক্রিয়া বল ঘ) যাত্রীর ভারসাম্যহীনতা ১৪.পাউরুটির কারখানায় রুটিকে ফাঁপা করার জন্য কি ব্যবহার করা হয়? ক) এ টি পি খ) ঈস্ট গ) থিগমেট্রোপিজম ঘ) ফটোপিরিওডিজম ১৫.রেফ্রিজারেটরের হিমায়ক পদার্থ হিসেবে কোনটি ব্যবহৃত হয়? ক)বরফ খ) ফ্রেয়ন গ) পারদ ঘ) কার্বন ডাই-সালফাইড ১৬.শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করে অন্ধকারে চলাচল করে কোন প্রাণী? ক) মাকড়সা খ) বাদুর গ) চামচিকা ঘ) কুকুর ১৭.কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা নিরূপণ করা যায়? ক) আলটোমিটার খ) হাইড্রোমিটান গ) ল্যাকটোমিটার ঘ) ফ্যাদোমিটার ১৮. দ্রুততম গ্রহ হল- ক) বৃহস্পতি খ) মঙ্গল গ) বুধ ঘ) শুক্র ১৯.যে বায়ু সারা বছর উচ্চাচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে কি বায়ু বলা হয়? ক) মৌসুমী খ) আয়ন গ) নিয়ত ঘ) প্রত্যায়ন ২০.কোনটি স্নায়ুতন্ত্রের একক? ক) ডেনড্্রাইট খ) নিউরন গ) মনোসাইট ঘ) অক্সিন ২১.নিচের কোনটি জৈব পদার্থ? ক) চিনি খ) ইট গ) ঐ২ঙ ঘ) ঈঙ২ ২২. ২০০ সেন্টিগ্রেড সমান কত ডিগ্রী ফারেনহাইট? ক) ৩৬০ঋ খ) ৫২০ঋ গ) ৬৮০ঋ ঘ) ৪০০ঋ ২৩. উপকূলে পরপর দুটি জোয়ার এর মধ্যে কত সময়ের ব্যবধান থাকে? ক) ৬ ঘণ্টা খ) ১২ ঘণ্টা গ)২৪ ঘণ্টা ঘ) ৪৮ ঘণ্টা উত্তর: ১.খ ২.গ ৩.গ ৪.গ ৫.ক ৬.গ ৭.খ ৮.গ ৯.খ ১০.খ ১১.গ ১২.খ ১৩.ক ১৪.খ ১৫.খ ১৬.খ ১৭.ঘ ১৮.গ ১৯.গ ২০.খ ২১.ক ২২.গ ২৩.খ
×