ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নোয়াখালীর একাংশের নেটওয়ার্ক বিপর্যয় দ্রুত কাটিয়ে উঠেছে রবি

প্রকাশিত: ০৪:৪৯, ২০ এপ্রিল ২০১৫

নোয়াখালীর একাংশের নেটওয়ার্ক বিপর্যয় দ্রুত কাটিয়ে উঠেছে রবি

অগ্নিকা-ের কারণে নোয়াখালী জেলার আংশিকভাবে তৈরি হওয়া নেটওয়ার্ক বিপর্যয় কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। অপারেটরটি তাদের সহযোগী প্রতিষ্ঠানের নিরলস প্রচেষ্টায় রবিবার দুপুরের মধ্যে বিপর্যয়ের শিকার ৫০ শতাংশ এলাকায় স্বাভাবিক নেটওয়ার্ক ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। রাতের মধ্যে বিপর্যস্ত নেটওয়ার্কের ৯৫ শতাংশ নেটওয়ার্ক স্বাভাবিক হবে বলে প্রত্যাশা করা হয়। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে অবস্থিত রবির নেটওয়ার্ক সুইচিং সেন্টারে শনিবার সকালে অগ্নিকা- ঘটলে স্বাভাবিক নেটওয়ার্ক সেবা থেকে বঞ্চিত হন নোয়াখালীর একাংশের গ্রাহকরা। দুর্ঘটনার কারণে সৃষ্ট অসুবিধার জন্য রবি গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং এই সঙ্কটকালীন সময়ে ধৈর্য ধরে অপেক্ষার জন্য তাদের ধন্যবাদ জানিয়েছে অপারেটরটি।-বিজ্ঞপ্তি
×