ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মার্কিন কোকা-কোলা কিনছে চীনের কোমল পানীয় প্রতিষ্ঠান

প্রকাশিত: ০৪:৫০, ২০ এপ্রিল ২০১৫

মার্কিন কোকা-কোলা কিনছে চীনের  কোমল পানীয় প্রতিষ্ঠান

অর্থনৈতিক রিপোর্টার ॥ কোমলপানীয় উৎপাদনকারী মার্কিন কোম্পানি কোকা-কোলা চীনের কুলিয়াংওয়াং বেভারেজ হোল্ডিং লিমিটেড কিনতে চুক্তি করছে। চীনের দ্রুত বর্ধনশীল মাল্টি-গ্রেইন পানীয় সেক্টরে আরও ভাল করতে কোম্পানিটিকে তাদের ঋণ পরিশোধসহ ৪০ কোটি ৫ লাখ ডলার দিতে রাজি হয়েছে কোকা-কোলা। চীনের কোন বেভারেজ প্রতিষ্ঠানের সঙ্গে এই প্রথম কোন চুক্তি করতে যাচ্ছে কোক। কোম্পানিটি স্টক এক্সচেঞ্জ বিবৃতিতে বলেছে, এই চুক্তি হলে কুলিয়াংওয়াং তার ভোগ্যপণ্যের ব্যবসা অব্যাহত রাখবে। ২৩ কোটি ডলার বাজারমূল্য থাকা চীনা কুলিয়াংওয়াং-এর প্রিমিয়াম পরিশোধ করছে কোকা-কোলা। এ বছর কোম্পানটির শেয়ার দ্বিগুণ হয়েছে। আর গত শুক্রবার চুক্তির ঘোষণার পর কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত করা হয়। আজ সোমবার পুনরায় ট্রেডিং হবে। ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত কুলিয়াংওয়াং লাল শিম এবং সবুজ পানীয় উৎপাদন করে ‘কু লিয়ং ওয়াং’ ব্রান্ড নামে বিক্রি করে। ২০১৪ সালের এপ্রিল থেকে কর দেয়ার পর কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ৩ কোটি ১০ লাখ ডলার। ২০১৪ সালের অক্টোবর শেষে কোম্পানিটির সম্পদ ছিল ২১ কোটি ৯০ লাখ ডলারের।
×