ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে পারফর্মেন্স চুক্তি করল অধীনস্থ ৭ সংস্থা

প্রকাশিত: ০৪:৫০, ২০ এপ্রিল ২০১৫

বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে  পারফর্মেন্স চুক্তি করল  অধীনস্থ ৭ সংস্থা

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সাতটি দফতর ও সংস্থা প্রধানের মধ্যে এ্যানুয়াল পারফর্মেন্স এগ্রিমেন্ট (এপিএ) বা বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সম্পাদিত হয়েছে। পাবলিক সেক্টরে প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা, স্বচ্ছতা নিশ্চিতকরণ, সরকারী সম্পদের সুষ্ঠু ব্যবহার, প্রাতিষ্ঠানিক সফলতাকে পরিমাপযোগ্যভাবে তুলে ধরা, সর্বোপরি প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির জন্য ম্যানেজমেন্ট টুল হিসেবে রবিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন এবং দফতর সংস্থা প্রধানের সঙ্গে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সাতটি দফতর ও সংস্থার পক্ষে বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান, জাতীয় ভোক্তা অধিদফতরের মহাপরিচালক, আমদানি ও রফতানি নিয়ন্ত্রকের দফতরের প্রধান নিয়ন্ত্রক, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান, যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদফতরের নিবন্ধক, রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এবং ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান চুক্তিতে স্বাক্ষর করেন। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।
×