ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিদ্যুত ও পরিবহন খাতকে চ্যালেঞ্জ মনে করছে বিশ্বব্যাংক

প্রকাশিত: ০৪:৫১, ২০ এপ্রিল ২০১৫

বিদ্যুত ও পরিবহন খাতকে চ্যালেঞ্জ  মনে করছে বিশ্বব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশের পরিবহন ও বিদ্যুত খাতকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে বিশ্বব্যাংক। এই দুটি খাতের বিকাশ, উন্নয়ন ও প্রয়োজনীয় সংস্কারে আরও সহযোগিতারও আশ্বাস দিয়েছে সংস্থাটি। রবিবার সকালে বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে শুক্রবার বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বসন্তকালীন বৈঠক শুরু হয়। এ সময় বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও চীফ অপারেটিং অফিসার মুলিয়ানি ইন্দ্রাতির সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ প্রসঙ্গে বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে জানানো হয়, বিশ্বব্যাংক ও আইএমএফের বৈঠকে বিদ্যুত ও পরিবহন খাতকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখা হয়েছে। এই দুটি খাতে আরও বিনিয়োগের আশ্বাস দিয়েছে সংস্থাটি। বৈঠকে মুলিয়ানি বলেছেন, দারিদ্র্য নিরসনে বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। জনগণের ভাগ্যের উন্নয়ন আরও গতিশীল হয়েছে।
×