ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশালে গ্রাম্য সালিশ স্কুলছাত্রীর ইজ্জতের মূল্য ৩০ হাজার টাকা

প্রকাশিত: ০৪:২৭, ২১ এপ্রিল ২০১৫

বরিশালে গ্রাম্য সালিশ  স্কুলছাত্রীর ইজ্জতের মূল্য ৩০ হাজার টাকা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বিয়ের প্রলোভনে অষ্টম শ্রেণীর ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে গ্রাম্য সালিশে ধর্ষিতার ইজ্জতের মূল্য ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। গ্রাম্য সালিশের ঘটনাটি ঘটেছে রবিবার মধ্যরাতে জেলার উজিরপুর উপজেলার শোলক গ্রামে। ধর্ষিতা ও সালিশ বৈঠক সূত্রে জানা গেছে, ওই গ্রামের সোনামদ্দিন সিকদারের পুত্র কাওছার সিকদারের সঙ্গে একই গ্রামের একটি মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বৃহস্পতিবার সন্ধ্যার পর কাওসার তার প্রেমিকাকে কথা বলার জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে বিয়ের প্রলোভনে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় স্কুলছাত্রীর চিৎকারে স্থানীয়রা কাওছার সিকদারকে আটক করে ইউপি সদস্য জামাল হোসেনের কাছে হস্তান্তর করে। বিষয়টি ধামাচাপা দিতে ইউপি সদস্য জামাল হোসেন, জাহাঙ্গীর হোসেন, সাবেক ইউপি সদস্য সেলিম, জাকির চৌকিদার রোববার রাতে গ্রাম্য সালিশ বৈঠকের আয়োজন করেন। ওই বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক ধর্ষিতা স্কুলছাত্রীর ইজ্জতের মূল্য নির্ধারণ করা হয় ৩০ হাজার টাকা। ধর্ষিতার মা বলেন, মোরা গরিব হওয়ায় মেম্বার হুমকি-ধমকি দিয়ে সালিশে মোগো কোন কতাই কইতে দ্যায় নায়। ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন জানান, ধর্ষিতা স্কুলছাত্রীর বিয়ের বয়স না হওয়ায় ৩০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসা করা হয়েছে।
×