ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাতক্ষীরায় ভুয়া মেজরকে দুই বছরের কারাদণ্ড

প্রকাশিত: ০৫:২৬, ২১ এপ্রিল ২০১৫

সাতক্ষীরায় ভুয়া মেজরকে দুই বছরের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরায় পুলিশের হাতে আটক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের ভুয়া মেজর পরিচয়দানকারী তানভীরকে দুই বছর এবং সদস্য আমিনুল ও আছাদুল প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদ- দেয় ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদার প্রতারণার অভিযোগে তাদের দোষী সাব্যস্ত করে এ সাজা দেন। সাজাপ্রাপ্তরা হলো ডিজিএফআইয়ের ভুয়া মেজর পরিচয়দানকারী সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে তানভীর, ডিজিএফআইয়ের সদস্য পরিচয়দানকারী সদর উপজেলার আলীপুর গ্রামের মোহম্মদ আলীর ছেলে আমিনুল ইসলাম এবং বলাডাঙ্গা গ্রামের ছদর উদ্দিনের ছেলে আছাদুল ইসলাম। পুলিশ জানায়, ডিজিএফআইয়ের ভুয়া মেজর পরিচয়দানকারী তানভীর সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি করত। বছর দুয়েক আগে তার চাকরি চলে যায়। এরপর থেকে সে ডিজিএফআইয়ের মেজর পরিচয় দিয়ে সীমান্ত এলাকায় চাঁদাবাজি শুরু করে। সে জেলার বিভিন্ন এলাকার শিল্পপতি, জামায়াত-বিএনপির নেতা, চোরাকারবারি, গরুর ঘাটাল মালিকসহ বিভিন্ন লোকজনের নামের তালিকা তৈরি করে। ওই তালিকা থেকে নাম বাদ ও ক্রসফায়ারের ভয় দেখিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে সে চাঁদা আদায় করে আসছিল। রবিবার গভীর রাতে ডিজিএফআইয়ের ভুয়া মেজর পরিচয়দানকারী তানভীরসহ তার অপর দুই সহযোগী আমিনুল ও আছাদুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তানভীর নিজেকে মেজর, কর্নেল, বিজিবি কর্মকর্তাসহ বিভিন্ন পরিচয় দিয়ে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে পুলিশ জানায়।
×