ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পুুঁজিবাজারে দরপতনের ধারা অব্যাহত

প্রকাশিত: ০৪:২৩, ২২ এপ্রিল ২০১৫

পুুঁজিবাজারে দরপতনের ধারা অব্যাহত

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের পুুঁজিবাজারে দরপতনের ধারা অব্যাহত রয়েছে। সোমবারের মতো মঙ্গলবারও দেশের দুই স্টক এক্সচেঞ্জে মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৪৩৯ কোটি ৮২ লাখ টাকার শেয়ার। একই ভোবে সেখানে বেশিরভাগ কোম্পানির দরও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে লেনদেন কমেছে ২০ কোটি ৪৪ লাখ টাকা বা ৪ শতাংশ। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৪৬০ কোটি ২৬ লাখ টাকার শেয়ার। মঙ্গলবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩০৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এরমধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ১৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির শেয়ার দর। সকালে সূচকের বৃদ্ধি দিয়ে লেনদেন শুরুর পর প্রধান বাজার বা ডিএসইর প্রধান মূল্যসূচক ২৫ পয়েন্ট কমে দাঁড়ায় ৪ হাজার ২৮৩ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৪৪ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬৩২ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো- ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, এসিআই লিমিটেড, খুলনা পাওয়ার কোম্পানি, মবিল যমুনা বাংলাদেশ, ইফাদ অটোস, অগ্নি সিস্টেমস লিমিটেড, গ্রামীণফোন, সাইফ পাওয়ারটেক এবং স্কয়ার ফার্মা। ডিএসইর দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো- বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, অলটেক্স, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, এসিআই ফর্মুলেশন, এসিআই, ইউনাইটেড পাওয়ার, ইউনাইটেড এয়ার ও বিডিকম। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো- ফারইস্ট ফাইন্যান্স, আজিজ পাইপস, জিএসপি ফাইন্যান্স, প্রাইম টেক্সটাইল, মেট্রো স্পিনিং, বিজিআইসি, বিডি অটোকারস, হাক্কানী পাল্প, পেনিনসুলা চট্টগ্রাম ও রহিমা ফুড। দিনটিতে ঢাকার বাজারের মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও লেনদেনের সঙ্গে সূচক কমেছে। সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর সিএসই সার্বিক সূচক ৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ২৩১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এরমধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৭টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো- ইউনাইটেড পাওয়ার কোম্পানি লিমিটেড, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, মবিল যমুনা বাংলাদেশ, গ্রামীণফোন, ইউনাইটেড এয়ার, এসিআই, বেক্সিমকো, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড ও সাইফ পাওয়ারটেক।
×