ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাবমেরিন কেবলের বিক্রেতা উধাও

প্রকাশিত: ০৪:২৩, ২২ এপ্রিল ২০১৫

সাবমেরিন কেবলের বিক্রেতা উধাও

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্যান্ডউইথ রফতানির খবরে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) মঙ্গলবার লেনদেনের আধা ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে। এতে শেয়ারটি হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। প্রসঙ্গত, সোমবার ভারতে ইন্টারনেটের ব্যান্ডউইথ রফতানির অনুমোদন পেয়েছে বিএসসিসিএল। চুক্তি অনুসারে প্রাথমিক পর্যায়ে ১০ গিগাবাইট (জিবি) ব্যান্ডউইথ রফতানি করা হবে। তবে রফতানির পরিমাণ ৪০ জিবি পর্যন্ত বাড়ানোর সুযোগ থাকবে। আর এমন খবরেই মঙ্গলবার শেয়ারটির দরে প্রভাব পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ লেনদেনের আধা ঘণ্টায় বিএসসিসিএলের দর বেড়েছে প্রায় ১০ শতাংশ। সামনে এই শেয়ারের দর আরও বাড়ার আশায় বিনিয়োগকারীরা এখনই শেয়ার বিক্রি করছেন না। ডিএসইর তথ্য অনুযায়ী, মঙ্গলবার দিনশেষেও ডিএসইর স্ক্রিনে সর্বশেষ ৮ লাখ ৫০ হাজার ৩৭২টি শেয়ার কেনার প্রস্তাব দেখাচ্ছিল। কিন্তু বিক্রেতার ঘরে কোন শেয়ার বিক্রির প্রস্তাব ছিল না। হল্ডেট হওয়ার আগে সর্বশেষ লেনদেনটি হয় ১২৪ টাকা পয়সায়। মঙ্গলবার এই শেয়ারের সমাপনী দর ছিল ১১২ টাকা ৮০ পয়সা। দিনটিতে মোট ৩ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো দিনে সেখানে মোট ২ লাখ ৭৬ হাজার ৯৪৮টি শেয়ার হাতবদল হয়েছে। ব্যাংক খাতের ৬৭ ভাগ কোম্পানির দরপতন অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্যাংক খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ার দরপতন হয়েছে। এদিন এ খাতে ৬৬ দশমিক ৬৬ শতাংশ কোম্পানির শেয়ার দর পতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই সূত্রে জানা গেছে, পুঁজিবাজারে ব্যাংক খাতের ৩০টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে ৫টি কোম্পানির দর বেড়েছে, ২০টির দর কমেছে, ৪টির দর অপরিবর্তিত রয়েছে এবং লেনদেন হয়নি ১টির। মঙ্গলবার ব্যাংক খাতে দরপতনের শীর্ষে রয়েছে এবি ব্যাংক। শেয়ারটির দর ৮০ পয়সা বা ৩ দশমিক ৭৬ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ২০ টাকা ৫০ পয়সা দরে। কোম্পানির ৯ লাখ ২০ হাজার ১৫টি শেয়ার ৪৬১ বার লেনদেন হয়। রূপালী ব্যাংক ৬০ পয়সা বা ১ দশমিক ৪৪ শতাংশ দর কমে ব্যাংক খাতে দরপতনের দ্বিতীয় স্থানে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৪১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানির ১ হাজার শেয়ার ৩ বারে লেনদেন হয়। সিটি ব্যাংক, ইসলামী ব্যাংক, এনসিসি ব্যাংক এবং প্রাইম ব্যাংক প্রত্যেকে ব্যাংক খাতে দরপতনের তৃতীয় স্থানে রয়েছে। এদিন শেয়ারটির দর কমেছে ৫০ পয়সা করে।
×