ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নির্বাচন কমিশন, বিএনপির দাবি ও গোলাপী রঙ

প্রকাশিত: ০৬:০৯, ২৩ এপ্রিল ২০১৫

নির্বাচন কমিশন, বিএনপির দাবি ও গোলাপী রঙ

বাংলাদেশে যা ঘটে তার একাধিক ভাষ্য থাকে। খুব কম ক্ষেত্রেই কোন বিষয়ে একটি ভাষ্য পাই। যদি, একটি ভাষ্য বা সত্য কোন ক্ষেত্রে থাকে। তা’হলেও আরেকটি ভাষ্য তৈরি করা হয়। যেমন, স্বাধীনতার ঘোষণা। খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণায় হামলার বিষয়েও কমপক্ষে দু’টি ভাষ্য আছে। যদি সরকারী ভাষ্য গ্রহণ করি তা’হলে বলব, খালেদা জিয়া ঐতিহ্য অনুসারেই কাজ করেছেন যা গ্রহণযোগ্য নয়, অতএব নিন্দনীয়। [বিস্তারিত সম্পাদকীয় পাতায়, পৃষ্ঠা-৬]
×