ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ফেড কাপ ফাইনালে রাশিয়া-চেক প্রজাতন্ত্র

প্রকাশিত: ০৬:৪০, ২৩ এপ্রিল ২০১৫

ফেড কাপ ফাইনালে রাশিয়া-চেক প্রজাতন্ত্র

স্পোর্টস রিপোর্টার ॥ ফেড কাপের সেমিফাইনালে রাশিয়া ৩-২ ব্যবধানে জার্মানিকে হারিয়ে ফাইনালে উঠে। প্রথম দিনে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করে রাশিয়া। আর রবিবার এলিনা ভেসনিনা/এ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা ৬-২ এবং ৬-৩ গেমে সাবিনে লিসিকি এবং আন্দ্রেয়া পেটকোভিচকে হারিয়ে ফাইনালের টিকেট নিশ্চিত করে। শিরোপা জয়ের লড়াইয়ে ফাইনালে এখন তাদের প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্র। যারা ফেড কাপের অন্য সেমিফাইনালে শক্তিশালী ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠে। ওয়াশিয়ার ভেসনিনা এবং পাভলিউচেঙ্কোভার জয় পেতে সময় লাগে এক ঘণ্টা ২৪ মিনিট। ম্যাচ শেষে উচ্ছ্বাসের জোয়ারে ভাসছে রুশ ললনারা। তবে মাঠের লড়াইয়ে শুরুতে কিছুটা বিচলিত হয়ে পড়েন ভেসনিনা। এ বিষয়ে ম্যাচ জয়ের পর তিনি বলেন, ‘শুরুতে আমি কিছুটা স্নায়ু চাপে ভোগ ছিলাম। কিন্তু নাস্তিয়া (পাভলিউচেঙ্কোভা) ছিল আমার একজন ভাল বন্ধু। আমি সাবিনে লিসিকি এবং আন্দ্রেয়া পেটকোভিচ দুজনকেই ইন্ডিয়ান ওয়েলসে খেলতে দেখেছি। তারা খুবই ভাল খেলোয়াড় এ বিষয়ে কোন সন্দেহ নেই। তবে জার্মানির বিপক্ষে ম্যাচে আমাদের নাস্তিয়াও খুব ভাল পারফর্মেন্স উপহার দিয়েছে।’ গত সপ্তাহেই চার্লস্টন টুর্নামেন্ট জিতেন এ্যাঞ্জেলিক কারবার। কিন্তু ফেড কাপে তার দলকে লজ্জাজনকভাবে হেরে বিদায় নিতে হলো। ফেড কাপের অন্য সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হয়েছিল ফেবারিট চেক প্রজাতন্ত্র। আর সেই লড়াইয়ে উইম্বল্ডন চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভা দারুণ জয়ে দলকে শিরোপা জয়ের কাছাকাছি নিয়ে যান। এক ঘণ্টা ৩২ মিনিট লড়াই করে কেভিতোভা ৬-৪ ও ৬-৪ গেমে রীতিমতো উড়িয়ে দেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ২৯ নাম্বার খেলোয়াড় ফ্যান্সের ক্যারোলিন গার্সিয়াকে। এছাড়া ফেড কাপের অন্য প্লে অফ ম্যাচে ইতালি ৩-২ ব্যবধানে হারায় যুক্তরাষ্ট্রকে, হল্যান্ড ৪-১ ব্যবধানে পরাজিত করে অস্ট্রেলিয়াকে, সুইজারল্যান্ড ৩-২ ব্যবধানে পোল্যান্ডকে হারায়। তবে কানাডা এবং রোমানিয়ার ম্যাচটি ১-১ ব্যবধানে ড্র হয়। ভারতের টেনিস তারকা সানিয়া মির্জাও সময়টা দারুণ কাটছে। সম্প্রতিই বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ডাবলসে শীর্ষস্থান দখল করেন তিনি। আর তার সামনে এখন শীর্ষস্থান ধরে রাখার চ্যালেঞ্জ। এ বিষয়ে তিনি বলেন, ‘ভবিষ্যতের কথা বলতে পারলে ভালই হতো। কিন্তু সেটা হয় না। সুতরাং চেষ্টা করব যতদিন সম্ভব এক নম্বর জায়গাটা ধরে রাখতে।’ এই মুহূর্তে ফিলিপিন্সের বিপক্ষে ঘরের মাঠে ফেড কাপ খেলছেন সানিয়া। শনিবার ডাবলস ম্যাচে জয়ের পর ফিলিপিন্সের বিপক্ষে ২-১ এগিয়ে যায় ভারত। বিশ্বের এক নাম্বার ডাবলস খেলোয়াড় হওয়ার পর এটাই সানিয়ার প্রথম জয়। এই জয়ের পর উচ্ছ্বসিত সানিয়া মির্জা বলেন, ‘বিশ্বের এক নাম্বার খেলোয়াড় হওয়ার পর হায়দরাবাদে খেলাটা আমার কাছে দারুণ অনুভূতি। একই সঙ্গে ঘরের মাঠে খেলাটাও সহজ নয়। কারণ চাপ অনেক থাকে। লাইটসে ক্লে কোর্টে খেলাটা আমার পক্ষে সহজ নয়। ভিন্ন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সময় লাগে।’ প্রায় এক দশক আগে এই লাল বাহাদুর স্টেডিয়ামেই প্রথম বড় কোন টুর্নামেন্টের শিরোপা জিতেন সানিয়া। সানিয়ার সম্প্রতি পারফর্মেন্সে মুগ্ধ সানিয়া নেহাল তার ভূয়সী প্রশংসা করেছেন। সানিয়া নেহাল ও সানিয়া মির্জা।
×