ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বগুড়ায় সঞ্চয় অধিদফতরের কর্মশালা

প্রকাশিত: ০৪:৩০, ২৪ এপ্রিল ২০১৫

বগুড়ায় সঞ্চয় অধিদফতরের কর্মশালা

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ সঞ্চয় সমৃদ্ধি সঞ্চয় প্রবৃদ্ধি স্লোগানকে সামনে রেখে দেশের আর্থিক খাতে সঞ্চয়ের ওপর গুরুত্ব দিয়ে জাতীয় সঞ্চয় অধিদফতর ঢাকার উদ্যোগে বৃহস্পতিবার দিনভর বগুড়ায় বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ কক্ষে বগুড়া অঞ্চলের আওতাধীন বাণিজ্যিক ব্যাংক, ডাকঘর ও সঞ্চয় অফিসসমূহের কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা জেলার প্রায় এক শ’ কর্মকর্তা প্রশিক্ষণে অংশ নেন। বগুড়া সঞ্চয় অফিস ও ব্যুরোর সহকারী পরিচালক হোসনে আরা বেগমের স্বাগত বক্তব্যের পর অতিথিগণ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সঞ্চয় অধিদফতর ঢাকার পরিচালক আয়েজউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার মহাব্যবস্থাপক মনোজ কান্তি বৈরাগী, জাতীয় সঞ্চয় অধিদফতরের উপ-পরিচালক মোঃ আবু তালেব ও তাইফ উদ্দিন আহমদ ভূঞা। সভাপতিত্ব করেন জাতীয় সঞ্চয় আঞ্চলিক অফিস রাজশাহীর ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোঃ শাহজাহান আলী। বক্তাগণ জানান, সঞ্চয়ে গেল অর্থ বছরে যে টার্গেট দেয়া হয়েছিল তা দ্বিগুণ হয়েছে। বৃহৎ অঞ্চল বগুড়ায় গেল অর্থ বছরে টাগের্টের চেয়ে অনেক বেশি অর্জিত হয়েছে। চলতি অর্থ বছরও টার্গেটের বেশি অর্জিত হবে।
×