ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অর্থনৈতিক শুমারি যাচাই প্রক্রিয়া সমাপ্ত

প্রকাশিত: ০৪:৩০, ২৪ এপ্রিল ২০১৫

অর্থনৈতিক শুমারি যাচাই প্রক্রিয়া সমাপ্ত

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত অর্থনৈতিক শুমারী ২০১৩ গুণগত মান যাচাই করেছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)। মহৃলত অর্থনৈতিক শুমারির গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে গননা পরবর্তী যাচাই (পিইসি) করেছে সংস্থাটি। যা আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেছে বিআইডিএস। শেরেবাংলানগরের বিআইডিএসের সম্মেলন কক্ষে পিইসি প্রতিবেদন প্রকাশ করা হয়। বিআইডিএসের মহাপরিচালক ড. কে. এ.এস.মুরশিদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কানিজ ফাতেমা, বিবিএসের মহাপরিচালক বাইতুল আমীন ভূঁইয়া , অর্থনৈতিক শুমারী -২০১৩ এর প্রকল্প পরিচালক দিলদার হোসেন এবং বিবিএসের এমএসভিএসবি প্রকল্পের পরিচালক এ কে এম আশরাফুল হক। অনুষ্ঠানে পিইসি প্রতিবেদন উপস্থাপন করেন বিআইডিএসের গবেষণা পরিচালক ড. জায়েদ বখত।
×