ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তবু আত্মবিশ্বাসী আফ্রিদি

প্রকাশিত: ০৬:১২, ২৪ এপ্রিল ২০১৫

তবু আত্মবিশ্বাসী আফ্রিদি

মোঃ মামুন রশীদ ॥ ওয়ানডে সিরিজে ধবলধোলাইয়ের শিকার হওয়ার পর এবার বাংলাদেশের বিরুদ্ধে নতুন চ্যালেঞ্জে নামতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। আজ ক্ষুদ্রতম ফরমেটের টি২০ ম্যাচ। ওয়ানডে দলের তুলনায় বেশ শক্তিশালী পাকিস্তান। ওয়ানডে দলে অভিজ্ঞতার ঘাটতি থাকলেও টি২০ দলে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার আছেন পাক শিবিরে। অভিজ্ঞ অলরাউন্ডার শহীদ আফ্রিদির নেতৃত্বে বেশ গোছানো এক টি২০ দল। আর সে কারণেই ভিন্ন ফরমেটের এই ম্যাচ নিয়ে বেশ আশাবাদী আফ্রিদি। তবে জেতার জন্য বেশ পরিশ্রম করতে হবে কারণ বাংলাদেশ দল এই মুহূর্তে দুর্দান্ত খেলছে। আফ্রিদির আশা খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে আজ। নিজেও ভাল কিছু করতে উদগ্রীব আফ্রিদি, কারণ তিনি ভাল খেললে পাকিস্তানের জয়ের ক্ষেত্রে সহায়ক হয়। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আফ্রিদি। সম্পূর্ণ ব্যতিক্রম একটি ফরমেট, ব্যতিক্রম স্বাদ। তাই ওয়ানডে সিরিজ নিয়ে ভেবে আর লাভ নেই। বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারও আছেন টি২০ দলে। অভিজ্ঞ আফ্রিদির নেতৃত্বে নতুন করে জেগে উঠবে পাক শিবির এমনটাই প্রত্যাশা জানালেন তিনি। আফ্রিদি বলেন, ‘আমার ধারণা এটা শেষ হয়ে গেছে। এটা এখন ইতিহাস। এখন নতুন ফরমেট। আমি, সোহেল তানভীর, উমর গুল, সাঈদ আজমল ও মোহাম্মদ হাফিজ সবাই ফিরে এসেছে। টি২০ সমন্বয়টা আমাদের অনেক ভাল। আমি খুবই ইতিবাচক এবং আত্মবিশ্বাসী যে আমরা ভাল করতে পারব।’ ওয়ানডে দলের চেয়ে এই মুহূর্তে নিজেদের টি২০ সমন্বয়টাকে শক্তিশালী মনে করছেন আফ্রিদি। আর ভিন্ন ফরমেটের খেলা নিয়ে ক্রিকেটাররাও বেশ ইতিবাচক মনোভাবে আছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘ড্রেসিং রুমের পরিবেশ বেশ ইতিবাচক। কোন সন্দেহ নেই বাংলাদেশ দল এই মুহূর্তে অনেক ভাল খেলছে। দলবদ্ধভাবেই খেলছে তারা। বিশ্বকাপে তারা ভাল করেছে এবং খুব ভাল ছন্দে আছে। আমাদের দলের ক্ষেত্রে যখন ৩/৪ সিনিয়র খেলোয়াড় থাকবে না, যখন নতুন মেধা নিয়ে এগোতে হবে এবং নতুন অধিনায়কের অধীনে নতুন ছেলেরা খেলবে অবশ্যই দল গড়ে ওঠার ক্ষেত্রে সময় লাগবে। আমি আশাবাদী কয়েক মাসের মধ্যেই তারা সামগ্রিকভাবে ভাল করতে পারবে। যদি ২/৩ বাংলাদেশী খেলোয়াড় সরে দাঁড়ায় তারা আবার সংগ্রামের মুখে পড়বে।’ চলতি সিরিজে অভিজ্ঞ সাঈদ আজমলকে নিয়ে বেশ আলোচনা চলছে। বোলিং এ্যাকশন শুধরে দীর্ঘ ৮ মাস পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন তিনি। দুটি ওয়ানডে খেলে বিন্দুমাত্র প্রভাব খাটাতে পারেননি। এ বিষয়ে আফ্রিদি বলেন, ‘আপনি যদি বোলিং এ্যাকশনে পরিবর্তন আনেন সেক্ষেত্রে নতুন ধ্যানধারণা নিয়ে আসবেন। তিনি খুবই অভিজ্ঞ খেলোয়াড়। আমি তার বিষয়ে ইতিবাচক যে তিনি ভবিষ্যতে ভাল করবেন।’ এই মুহূর্তে ওয়ানডে সিরিজ নিয়ে আর কিছু ভাবছে না পাকরা। বাংলাদেশ দল এই মুহূর্তে দারুণ সমন্বয় নিয়ে খেলছে বলে মনে করেন আফ্রিদি। সে জন্য স্বাগতিকদের হারাতে অনেক পরিশ্রম করতে হবে পাকদের। এ বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ দীর্ঘদিন ধরে একই সমন্বয় ধরে রেখেছে। আর আমাদের অনেক নতুন খেলোয়াড় এসেছেন। অবশ্যই সিরিজ হারটা অনেক বড় হতাশার। কিন্তু বর্তমান দলের অবস্থা বুঝেই প্রত্যাশার বিষয়টা আসা উচিত। এটা অবশ্যই ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস ও ইনজামাম-উল-হকের যুগ নয়।’ কিন্তু আফ্রিদির আশা দারুণ একটি জমজমাট ম্যাচ হবে আজ। টি২০ ক্রিকেটে সবসময়ই পাওয়া সুযোগের সদ্ব্যবহার করতে হয়। তিনি বলেন, ‘এই মুহূর্তে আমি বলবÑ হ্যাঁ টি২০ দলটা আমাদের ওয়ানডের চেয়ে ভাল। আগামীকাল (আজ) একটি ভাল ম্যাচ হবে। আমি বলছি না যে আমরা একতরফাভাবে জেতব। এটা খুব ভাল ম্যাচ হবে। টি২০ হচ্ছে পুরোপুরি সুযোগের ম্যাচ। যদি একটা পাওয়া যায় সেটাকে হাতছাড়া করা যাবে না।’ আজ নিজে ভাল কিছু করতে চান আফ্রিদি। বিশ্বকাপের পর ওয়ানডে থেকে অবসর নেয়ার পর শুধু টি২০ খেলতে পেরেই খুশি তিনি। তবে ভবিষ্যতের কিছু পরিকল্পনা ফুটে উঠল তার কণ্ঠে, ‘এখন সময় এসেছে তরুণদের সুযোগ করে দেয়ার। আমার অনেক ভাল নৈপুণ্য দেখাতে হবে কারণ পারফর্মেন্স সবসময়ই পাকিস্তানের জন্য সহায়ক হয়েছে। সবাইকে অনেক বেশি নৈপুণ্য দেখাতে হয় না, কিন্তু যদি ১১ খেলোয়াড় কিছুটা নৈপুণ্য দেখাতে পারে সেটাই দলের জয়ের ক্ষেত্রে সহায়ক হয়। ক্রিকেটে পেশাদারিত্ব আসার পর এখন ক্রিকেটাররা বেশ দ্রুতই ফরমেটগুলোর মধ্যে নিজেদের মানিয়ে নেয়। আমরা জিম্বাবুইয়ে ও শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ খেলব। বিশ্বকাপ এগিয়ে আসছে। সুতরাং আমাদের একটি ভাল সমন্বয় গড়ে তুলতে হবে। আশা করছি আমরা একই লাইনআপ নিয়ে বিশ্বকাপ খেলতে পারব এবং শেষ মুহূর্তে পরিবর্তন দেখব না। অধিনায়ক হিসেবে আমি অবশ্যই চেষ্টায় থাকব ভবিষ্যতের একজন অধিনায়ক তৈরি করতে।’
×