ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিওএর এন্টি ডোপিং কার্যক্রম

প্রকাশিত: ০৬:১৫, ২৪ এপ্রিল ২০১৫

বিওএর এন্টি ডোপিং কার্যক্রম

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ২৮-২৯ এপ্রিল বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) মেডিক্যাল এ্যান্ড এন্টি ডোপিং কমিটির সার্বিক ব্যবস্থাপনায় ঢাকার একটি পাঁচতারা হোটেলে ‘সাউথ এশিয়ান রিজিওনাল এন্টি ডোপিং অর্গনাইজেশন জিআই বোর্ড মিটিং এ্যান্ড প্রোগাম ইমপ্লিমিন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। বিশ্ব এন্টি ডোপিং সংস্থা এবং সার্কভুক্ত দেশগুলো থেকে এন্টি ডোপিংয়ের বিষয়ে চৌকস ও অভিজ্ঞ প্রতিনিধিরা এ সভায় অংশ নেবেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এ ওয়ার্কশপের উদ্বোধন করবেন। প্রাথমিক চিকিৎসা এবং এন্টি ডোপিং বিষয়ে খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার এক সেমিনার বিওএ ভবনের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল বক্তব্য রাখেন ডাঃ জাকির আহমেদ শাহিন (সহযোগী অধ্যাপক, ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল) ও বিওএর মেডিক্যাল এ্যান্ড এন্টি ডোপিং কমিটির সদস্য সচিব ও ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ শফিকুর রহমান। আরও উপস্থিত ছিলেন বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু, বিওএর মেডিক্যাল এ্যান্ড এন্টি ডোপিং কমিটির চেয়ারম্যান এবং ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মুস্তাফিজুর রহমান, বিওএর মেডিক্যাল এ্যান্ড এন্টি ডোপিং কমিটির কো-চেয়ারম্যান ডাঃ জাকির আহমেদ। সেমিনারে বিভিন্ন জাতীয় ক্রীড়া ফেডারেশনের খেলোয়াড়, প্রশিক্ষক, কর্মকর্তা, টিম ডাক্তাররা উপস্থিত ছিলেন।
×