ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শেষ মুহূর্তে ভেল্কিতে রাসেলের জয়

প্রকাশিত: ০৬:০৯, ২৫ এপ্রিল ২০১৫

শেষ মুহূর্তে ভেল্কিতে  রাসেলের জয়

স্পোটর্স রিপোর্টার ॥ খেলা শেষ হতে আর মাত্র দুই মিনিট বাকি। ম্যাচের যা অবস্থা, তাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লীগ’ ফুটবলের খেলা দেখতে আসা দর্শকরা ধরেই নিয়েছিলেন, ম্যাচটা গোলশূন্য ড্র হতে যাচ্ছে। কিন্তু শেষ সময়ে গিয়ে দুই জাহিদের গোলে বাজিমাত করে ফেলল শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড। তারা ২-০ গোলে হারাল ঢাকা আবাহনী লিমিটেডকে। গোল করেন তাদের দুই ‘জাহিদ’ (জাহিদ হোসেন এবং জাহিদ হাসান এমিলি)। এটা রাসেলের তৃতীয় জয়। পয়েন্ট ৯। অবস্থান ষষ্ঠ থেকে পঞ্চম। একধাপ পেছনে ফেলল ঢাকা মোহামেডানকে। পঞ্চম ম্যাচে এটা আবাহনীর প্রথম হার, পয়েন্ট ১০। অবস্থান অবশ্য আগের মতোই তৃতীয় (ব্রাদার্সেরও পয়েন্ট ১০। তবে গোল গড়ে এগিয়ে থাকায় ব্রাদার্স চতুর্থ স্থানে)। ম্যাচের ৮৮ মিনিটে রাসেলের উইঙ্গার জাহিদ হোসেন আবাহনীর বক্সে ঢুকে শট করেন। সেই শট আবাহনীর গোলরক্ষক জিয়াউর রহমান ফিরিয়ে দিলে ফিরতি বলে আবারও শট করে গোল করেন জাহিদ হোসেন (১-০)। ইনজুরি সময়ে (৯০+৩) জাহিদ হাসান এমিলি আরও একটি গোল করে আবাহনীর হারের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন।
×