ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

একশ্রেণীর মানুষ ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে ॥ সংস্কৃতিমন্ত্রী

প্রকাশিত: ০৬:৪৩, ২৬ এপ্রিল ২০১৫

একশ্রেণীর মানুষ ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে ॥ সংস্কৃতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে ১২ দিনব্যাপী বইমেলা উদ্বোধনের সময় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, প্রতিটি জাতি নিজস্ব সংস্কৃতি নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে চায়। আমরাও তেমনটি চেয়েছি। কিন্তু একশ্রেণীর মানুষ ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে। অথচ আবর রাষ্ট্রগুলোতেও এমনটি নেই। শনিবার বিকেলে শহরের মুন্সি মেহেরুল্লাহ ময়দানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। প্রধান অতিথি বলেন, বাংলাদেশ উন্নয়নের ধারায় রয়েছে। এ দেশের কৃষকসহ সব মানুষের হাতে এখন মোবাইল ফোন রয়েছে। তারা মাসে ৪০০-৫০০ টাকা খরচ করে। তাও স্বজনদের সঙ্গে কম প্রয়োজনীয় কথা বলে। এতেই বোঝা যায় এগিয়ে যাচ্ছে দেশে। অথচ হরতাল অবরোধ দিয়ে মানুষ পুড়িয়ে এসব উন্নয়ন বাধাগ্রস্ত করা হচ্ছে। যশোরে এক যাত্রায় দুই ফল ॥ স্ত্রী হত, স্বামী হাসপাতালে স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে পারিবারিক কলহের জের ধরে শনিবার দুপুরে স্বামী-স্ত্রী দু’জন আত্মহত্যার চেষ্টা করে সফল হয়েছে আমেনা বেগম (২৩)। মুমূর্ষু অবস্থায় স্বামী রাসেল হোসেনকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিকদার আক্কাছ আলী জানান, পারিবারিক কলহের জের ধরে শনিবার দুপুরে আমেনা বেগম গলায় দড়ি দেয়। স্ত্রীর গলায় দড়ি দেয়ার ঘটনা জেনে স্বামী রাসেল কীটনাশক পান করে। পরে স্থানীয়রা দু’জনকেই যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। কিন্তু এর আগেই স্ত্রী আমেনার মৃত্যু হয়। লালমনিরহাটে দুই কিশোরী ধর্ষণের শিকার নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ২৫ এপ্রিল ॥ জেলার পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আজিজপুর গ্রামে একই পরিবারের দুই রাতভর ধর্ষণ করে। গত মঙ্গলবার রাত ১১টায় আজিজপুর গ্রামে একই পরিবারের দুই কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে আসে। সে সময় পূর্ব থেকে ওৎপেতে থাকা ধর্ষকরা কিশোরীদের অস্ত্রের মুখে জিম্মি করে। ধর্ষকদের পরিচয় পাওয়া গেছে। এরা একই গ্রামের পরশ মিয়ার ছেলে কাঠমিস্ত্রি লিটন হোসেন (২২) ও পটল মিয়ার ছেলে চুটুম মিয়া। পাটগ্রাম থানার ওসি মাহফুজ আলম জানান মামলা দায়ের হয়েছে। গ্রেফতার এড়াতে ধর্ষকরা ভারতীয় গ্রামে আশ্রয় নিয়েছে।
×