ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্যান এশিয়া স্টক এক্সচেঞ্জে যোগ দিচ্ছে বাংলাদেশ

প্রকাশিত: ০৬:৪৮, ২৬ এপ্রিল ২০১৫

প্যান এশিয়া স্টক এক্সচেঞ্জে যোগ দিচ্ছে বাংলাদেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ইন্টারন্যাশনাল লজিস্টিক এ্যান্ড ফাইন্যান্স এ্যাসোসিয়েশন (ইলফা) নতুন স্টক করিডোর হিসেবে প্যান এশিয়া স্টক এক্সচেঞ্জ গঠন করতে যাচ্ছে। এতে বাংলাদেশও অংশীদার হতে চায়। আর এ লক্ষ্যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সঙ্গে বৃহস্পতিবার ইলফার একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মূলত এ স্টক এক্সচেঞ্জ কমিশন গঠনের মাধ্যমে বাংলাদেশ, চীন, ভারত, মায়ানমার ইকনোমিক করিডোর (বিসিআইএম-ইসি) সিল্ক রোড অবকাঠামো নির্মাণে দেশীয় স্টক এক্সচেঞ্জগুলোকে অর্থায়নে আগ্রহী করার লক্ষ্যে প্যান এশিয়া স্টক এক্সচেঞ্জ গঠনে আগ্রহী হচ্ছে। এছাড়া ব্রোকারস্ ডিলার এ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ নিয়েও মতবিনিময় হয়। এছাড়াও ক্রস বর্ডার লিস্টিং ও ক্রস বর্ডার ট্রেডিং নিয়েও আলোচনা হয়। এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের স্টক এক্সচেঞ্জগুলোতে প্যান এশিয়ান দেশগুলোর শেয়ার লেনদেনেও সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। প্যান এশিয়ান দেশগুলোর মিলিত প্রচেষ্টায় এ স্টক এক্সচেঞ্জ আঞ্চলিক অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে একটি নতুন মাইলফলক হিসেবে আবির্ভূত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। স্টক এক্সচেঞ্জটি গঠনের উদ্দেশে এ মাসেই ১০ সদস্যর একটি প্রতিনিধিদল ঢাকা আসবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রতিনিধি দলটি ঢাকা আসার আগে পাকিস্তান ও শ্রীলঙ্কায় এ বিষয়ে আলোচনা করে আসবে।
×