ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জ্বালানি তেলের দাম বৃদ্ধি অব্যাহত

প্রকাশিত: ০৬:৫৪, ২৬ এপ্রিল ২০১৫

জ্বালানি তেলের দাম বৃদ্ধি অব্যাহত

অর্থনৈতিক রিপোর্টার ॥ মধ্যপ্রাচ্যের তেল সরবরাহে নিরাপত্তার ব্যাপারে সর্বোচ্চ সতর্কতার মধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম গত কয়েকদিন ধরে উপরে উঠছে। গত বৃহস্পতিবার বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৩ শতাংশ পর্যন্ত বেড়ে যায়; যা চলতি বছরে সবচেয়ে বেশি। বিশেষজ্ঞরা বলছেন, টানা দুই সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রে তেল উৎপাদন ভারসাম্যের মধ্যে রয়েছে। একই সঙ্গে তেল আমদানিকারকরাও সমানে তেল মজুদ করে যাচ্ছে। মূলত এ কারণেই তেলের বাজারে দাম চড়া হচ্ছে। মার্কিন জ্বালানি তথ্য প্রশাসন জানিয়েছে, গত চার সপ্তাহের মধ্যে টানা তিন সপ্তাহ যুক্তরাষ্ট্রে তেল উৎপাদন কমেছে। একই সঙ্গে ইয়েমেনের দক্ষিণ উপকূলীয় বাব এল মান্দেব স্ট্রেট ও লোহিত সাগর, সুয়েজ খাল ও সৌদি আরবের পশ্চিমাঞ্চলের বন্দরগুলোতে তেলের সরবরাহ নিয়ন্ত্রণে রেখেছে। নবেম্বরে ইতালিতে টেক্সটাইল মেশিনারি প্রদর্শনী অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী নবেম্বরে ইতালিতে অনুষ্ঠিত হবে বিশ্বের সবচেয়ে বড় টেক্সটাইল মেশিনারি প্রদর্শনী ‘ইটমা-২০১৫’। ইতালির মিলানে ১৭ বারের মতো এই প্রদর্শনী ১২ নবেম্বর থেকে শুরু হয়ে ১৯ নবেম্বর পর্যন্ত চলবে। শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁয়ে ‘বাংলাদেশ টেক্সটাইল টুডে’ আয়োজিত এক ‘রোড শো’ অনুষ্ঠানে প্রদর্শনীর সার্বিক বিষয় তুলে ধরেন প্রদর্শনীর আয়োজক প্রতিষ্ঠান এমপি এক্সপোজিশনের রিজিওনাল মার্কেটিং কমিউনিকেশন ডিরেক্টর দেপনি পুন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজিএমইএ’র সহসভাপতি শহীদুল্লাহ আজিম এবং বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের সংগঠন আইটিইটির সহসভাপতি ইঞ্জিনিয়ার শফিকুর রহমান। সভাপতিত্ব করেন টেক্সটাইল টুডে সম্পাদক এস. এম. তারেক আমীন।
×