ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:১১, ২৬ এপ্রিল ২০১৫

অষ্টম শ্রেণির পড়াশোনা

বিষয়: শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য (পূর্ব প্রকাশের পর) কনিষ্ক টেবিল থেকে পড়ে গিয়ে কপাল ফেটে যায় এবং প্রচুর রক্ত ক্ষরণ হয়।পল্লী চিকিৎসক বিজয় দ্রুত তার কপালের ক্ষতস্থান ডেকে রাখার জন্য একটি বিশেষ কাপড়ে ভালোভাবে বেধেঁ তাকে হাসপাতালে পাঠায়। উদ্দীপকের আলোকে ৯-১১ নং প্রশ্নের উত্তর দাও ৯। কোনটি প্রাথমিক চিকিৎসকের ব্যাগে রাখা উচিৎ ? (ক) টিংচার আয়োডিন (খ) পটাশ (গ) কাঁচি (ঘ) অপারেশনের যন্ত্রপাতি ১০।কপালে ব্যবহৃত বিশেষ কাপড়টির নাম কী ? (ক) ব্যান্ডেজ (খ) ড্রেসিং (গ) হোয়াইট ক্লথ (ঘ) জীবানুনাশক ব্যান্ডেজ ১১। বিজয় প্রাথমিক অবস্থায় ক্ষতস্থানটি কী দিয়ে পরিষ্কার করেন ? (ক) তুলা (খ) গজ (গ) পানি (ঘ)সাদা কাপড় ১২। ¯া‹াউট ও গার্ল গাইডের মাধ্যমে অর্জিত হয়- (ক) যোগাযোগ ব্যবস্থা (খ) বই পড় কর্মসূচি (গ) নেতৃত্বের গুনাবলি (ঘ) দক্ষতা ১৩। আহত ব্যক্তিকে সর্বপ্রথম যে সেবা দেওয়া হয় তাকে বলে- (ক) প্রাথমিক চিকিৎসা (খ)ডাক্তারি চিকিৎসা (গ)তাৎক্ষনিক চিকিৎসা (ঘ)হোমিও চিকিৎসা ১৪।বাংলাদেশে কখন রেডক্রস সোসাইটি গঠিত হয় ? (ক) ১৯৭০সালে (খ) ১৯৭১ সালে (গ) ১৯৭২ সালে (ঘ) ১৯৭৩ সালে ১৫। বাংলাদেশে কখন ¯া‹াউট ও গার্ল গাইড কর্মসূচি শুরু হয়? (ক) ১৯৭১ সালে(খ) ১৯৭২ সালে (গ) ১৯৭৩ সালে (ঘ) ১৯৭৪ সালে ১৬। বিশেষ করে চোয়ালে কোন ধরনের ব্যান্ডেজ ব্যবহার করা হয় ? (ক) মাল্টি টেইল (খ) রোলার (গ) ইলাস্টিক (ঘ) সাধারণ ব্যান্ডেজ ১৭। ১৯৬৫ সালে ভিয়েনায় রেডক্রস ও রেডক্রিসেন্টের কত তম আন্তর্জাতিক সন্মেলন অনুষ্টিত হয় ? (ক)১৯তম (খ) ২০তম (গ) ২১তম (ঘ) ২২তম ১৮।রেড ক্রসের বিভিন্ন উদ্দেশ্য হলো - ( র) ব্লাড ব্যাংকের রক্ষনাবেক্ষন (র র)পানির বিশুদ্ধতা রক্ষা (র র র) লাইভ সেভিং প্রশিক্ষন। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ১৯। ইব ঢ়ৎবঢ়ধৎবফ অর্থ হলো-
×