ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পিটিয়ে ও শ্বাসরোধে স্ত্রী হত্যার অভিযোগ, স্বামী পলাতক

প্রকাশিত: ০৫:৪৮, ২৭ এপ্রিল ২০১৫

পিটিয়ে ও শ্বাসরোধে  স্ত্রী হত্যার অভিযোগ, স্বামী  পলাতক

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে গৃহবধূ রিক্তা বেগমকে (২৩) পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার পিত্রালয়ের স্বজনরা। তবে স্বামীর দাবি, রিক্তা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রবিবার বিকেলে যশোর শহরের খড়কি কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সন্ধ্যায় তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। রিক্তা খড়কি কলাবাগান এলাকার বাবুর স্ত্রী। সূত্র মতে, রিক্তা বেগমের স্বামী বাবু মাদকাসক্ত। রিক্তা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। রবিবার দুপুরের দিকে খাওয়ার সময় দু’জনের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে বাবু ক্ষিপ্ত হয়ে রিক্তা বেগমের বুকে লাথি মারেন। পরে বাবু তার স্ত্রীর লাশ ঘর থেকে বাইরে এনে প্রচার করে, রিক্তা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এরপর সে লাশ রেখে গা ঢাকা দেয়। রিক্তা বেগমের মা শিরিন বেগম ও মামা আলী হোসেন জানান, তার মেয়েকে গলা টিপে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। রিক্তার বড় মেয়ে রুবাইয়া (৪) তাদের জানিয়েছে, ‘তার বাবা মায়ের গলা টিপে হত্যা করে। পরে গলায় ওড়না পেঁচিয়ে দেয়। এরপর প্রচার করে তার মা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।’ ঘটনাটি রুবাইয়ার সামনে ঘটেছে বলে দাবি করেছেন শিরিন বেগম। এদিকে, ঘটনার পর থেকে রিক্তার স্বামীসহ বাড়ির সকলে পালাতক রয়েছে। কোতোয়ালি পুলিশ রিক্তার লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার এসআই বাবুল আক্তার জানান, রিক্তার মৃত্যু নিয়ে সন্দেহ রয়েছে।
×