ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুমিল্লায় সহস্রাধিক গুলি উদ্ধার

প্রকাশিত: ০৬:১১, ২৭ এপ্রিল ২০১৫

কুমিল্লায় সহস্রাধিক গুলি উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৬ এপ্রিল ॥ কুমিল্লায় মাটির নিচ থেকে আরও সহস্রাধিক গুলি উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে জেলার বরুড়া উপজেলার গালিমপুর ইউনিয়নের ঘোষপা গ্রামের একটি সবজি ক্ষেতে গর্ত খোঁড়ার সময় পাওয়া এসব গুলি উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঘোষপা গ্রামের কৃষক সিরাজুল ইসলাম রবিবার সকাল সাড়ে ১০টার দিকে তার কৃষি জমিতে সবজির মাচা তৈরির জন্য গর্ত খুঁড়ছিলেন। এ সময় তিনি মাটির নিচে কয়েকটি গুলি দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি তিনি স্থানীয় ইউপি মেম্বার, ইউপি চেয়ারম্যান ও বরুড়া থানা পুলিশকে জানান। পরে পুলিশ গিয়ে ওই গর্ত থেকে ১ হাজার ৮০টি গুলি উদ্ধার করে। বরুড়া থানার ওসি নাসিরউদ্দিন মৃধা জানান, উদ্ধারকৃত গুলি চাইনিজ থ্রি-নট-থ্রি রাইফেলের। এসব গুলির উপরাংশে পিওএফ লেখা রয়েছে এবং এগুলো একাত্তরে মহান মুক্তিযুদ্ধের সময়ের হতে পারে বলে পুলিশের ধারণা।
×