ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বরিশালে যুবদল ক্যাডারের টর্চার সেলে ব্যবসায়ী

প্রকাশিত: ০৪:২২, ২৮ এপ্রিল ২০১৫

বরিশালে যুবদল ক্যাডারের টর্চার সেলে ব্যবসায়ী

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ করায় এক ব্যবসায়ীকে গোপন টর্চার সেলে রাতভর আটক রেখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেছে যুবদল ক্যাডার ও তার সহযোগীরা। লোহার রড গরম করে মতিন দেওয়ান নামের ওই ব্যবসায়ীর শরীর ও সিগারেটের আগুন দিয়ে পুরুষাঙ্গে ছ্যাঁকা দিয়েছে নরপশুরা। এ ঘটনায় সোমবার দুপুরে থানায় মামলা দায়ের করা হয়েছে। লোমহর্ষক ঘটনাটি ঘটেছে জেলার আগৈলঝাড়া উপজেলার বাগধা গ্রামে। গুরুতর আহত মতিন দেওয়ান স্থানীয় সাংবাদিকদের কাছে মৃত্যুর মুখ থেকে ফিরে আসার লোমহর্ষক ওই নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। তার অভিযোগ ও এজাহারের জানা গেছে, পয়সারহাট গ্রামের মানিক দেওয়ানের একমাত্র পুত্র ও পূর্ব পয়সা বাসস্ট্যান্ডের ‘মাহি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের’ মালিক মতিন দেওয়ান। একই ইউনিয়নের খাজুরিয়া গ্রামের দূরসম্পর্কের আত্মীয় হুমায়ুন মিয়ার স্ত্রী মরিয়ম বেগমের পাওনা ৫ হাজার টাকা পরিশোধের জন্য গত ২১ এপ্রিল সন্ধ্যায় তাদের বাড়িতে যান। এ সময় মরিয়মের মায়ের অনুরোধে ওই পরিবার সদস্যদের সঙ্গে মতিন রাতের খাবার খায়। এরইমধ্যে ঘরের সামনে দাঁড়িয়ে মরিয়ম ও মতিনকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করে ওই ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদুল্লাাহ তালুকদারের পুত্র যুবদল ক্যাডার নিপু তালুকদার ও তার সহযোগীরা। এ সময় ব্যবসায়ী মতিন গালিগালাজের প্রতিবাদ করায় সন্ত্রাসী নিপু ক্ষিপ্ত হয়। কিশোরগঞ্জে বাঁধ ভেঙ্গে বোরো ধান পানির নিচে নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৭ এপ্রিল ॥ জেলার হাওর অধ্যুষিত মিঠামইন, ইটনা, অষ্টগ্রাম ও বাজিতপুর উপজেলায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাঁধ ভেঙ্গে যাওয়ায় কয়েক হাজার একর বোরো ফসলহানির আশঙ্কা করা হচ্ছে। গত কয়েক দিনের অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে মিঠামইন উপজেলার দুটি ফসলরক্ষা বাঁধ ভেঙ্গে অন্তত পাঁচ হাজার একর উঠতি পাকা বোরো জমি পানির নিচে তলিয়ে গেছে। এতে ওই এলাকার শত শত কৃষকের মাঝে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিপাতের ফলে শনিবার গভীর রাতে হঠাৎ মিঠামইনের নয়াকাটখাল ও সানকির ফসলরক্ষা বাঁধ ভেঙ্গে যায়।
×