ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাগমারায় নিজ বাসা থেকে ব্র্যাক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার

প্রকাশিত: ০৬:০৪, ২৮ এপ্রিল ২০১৫

বাগমারায় নিজ বাসা থেকে ব্র্যাক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাগমারা উপজেলা সদরের একটি ভাড়া বাড়ি থেকে ব্র্যাক ব্যাংকের শাখা ম্যানেজারের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই কর্মকর্তার নাম তরিকুল ইসলাম (৩৫)। তিনি জেলার বাগমারা উপজেলা শাখা ব্র্যাক ব্যাংকের ম্যানেজার ছিলেন। তাঁর বাড়ি নাটোরের আহম্মদপুরের পৈতিলা গ্রামে। সোমবার বেলা ১১টার দিকে ঘরের দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর এ অস্বাভাবিক মৃত্যু নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়দা খান জানান, এলাকাবাসীর দেয়া খবরের ভিত্তিতে সোমবার বেলা ১১টার দিকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন না তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাবে না বলে জানান ওসি। একই শাখার সহকর্মী মহিরুল ইসলামের বরাত দিয়ে ওসি আরও জানান, দাফতরিক কাজে রবিবার সকালে তিনি রাজশাহী শহরে গিয়েছিলেন। সন্ধ্যার পর তিনি বাগমারা উপজেলার দেউলা বাসস্ট্যান্ড সংলগ্ন ভাড়া বাড়িতে ফিরেন। তিনি ওই বাড়িতে একাই থাকতেন। সকালে তরিকুলের বাসায় কাজ করতে গিয়ে গৃহকর্মী সায়েদা খাতুন ভেতর থেকে দরজা বন্ধ দেখেন। অনেক ডাকার পরও সাড়া না পেয়ে বিষয়টি অন্যদের জানান তিনি। পরে এলাকাবাসী থানায় খবর দেয়। পুলিশ জানায়, এ ব্যাপারে থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
×