ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খুলনায় ক্রিকেট নিয়ে উন্মাদনা, দীর্ঘ লাইন

প্রকাশিত: ০৬:৩০, ২৮ এপ্রিল ২০১৫

খুলনায় ক্রিকেট নিয়ে উন্মাদনা, দীর্ঘ লাইন

অমল সাহা, খুলনা অফিস ॥ এখন ক্রিকেট-জ্বরে আক্রান্ত খুলনা। ক্রিকেটপ্রেমীদের উন্মাদনার যেন শেষ নেই। বাংলাদেশ ও পাকিস্তানের সিরিজের প্রথম টেস্ট খেলা দেখতে হবে। মাঠে বসে খেলা দেখার জন্য যেভাবেই হোক টিকেট চাই। আর এ টিকেট সংগ্রহের জন্য ক্রিকেটপ্রেমী সোমবার ভোর হতে না হতেই টিকেট বিক্রয়কারী ব্যাংকের সামনে অবস্থান নিতে থাকে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে টিকেট প্রত্যাশী আরও বাড়তে পারে। শুরু হয় টিকেট পাওয়ার লড়াই। লাইনে দাঁড়িয়ে শত শত মানুষ। দীর্ঘ প্রতিক্ষার পর যারা টিকেট পেয়েছেন তারা আনন্দ চিত্তে বাসায় ফিরেছেন। আবার ভিড় সামলে টিকেট নিতে না পেয়ে অনেকে হতাশ হয়েছেন। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে টেস্ট ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচ আজ থেকে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হচ্ছে। টেস্ট ম্যাচের টিকেট বিক্রির স্বত্ব পেয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল)। নগরীর কেডি ঘোষ রোডের খুলনা শাখায় ইউক্যাশের মাধ্যমে এবং খানজাহান আলী রোড শাখায় নগদ টাকায় টিকেট বিক্রি করা হচ্ছে। সোমবার সকাল ১০টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। খুলনায় ৫ ক্যাটাগরিতে টিকেটের ব্যবস্থা রাখা হয়েছে। টিকেটের মূল্য ধরা হয়েছে সর্বনিম্ন ২০, ৫০, ৭৫, ১০০ ও ৩০০ টাকা। ইউসিবিএল খানজাহান আলী রোড শাখার সহসভাপতি মাহবুব ফারুকি বলেন, সকাল ১০টায় টিকেট বিক্রি শুরু হয়েছে। এ শাখায় ৩০০০ টিকেট বিক্রি হবে ও আরেকটি শাখায় ইউক্যাশের মাধ্যমে ৪০০০ হাজার টিকেট বিক্রি করা হবে। তিনি বলেন, যতক্ষণ টিকেট থাকবে ততক্ষণ তা বিক্রি করার ব্যবস্থা করা হবে।
×