ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুকরিন বরখাস্ত, প্রশাসনে রদবদল

সৌদি আরবের নতুন উত্তরাধিকারী যুবরাজ নায়েফ

প্রকাশিত: ০৪:২৯, ৩০ এপ্রিল ২০১৫

সৌদি আরবের নতুন উত্তরাধিকারী যুবরাজ নায়েফ

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন নায়েফকে সিংহাসনের নতুন উত্তরাধিকারী ঘোষণা করেছেন। এক ডিক্রিতে যুবরাজ মুকরিন বিন আবদুল আজিজ বিন সৌদকে বরখাস্ত ও নতুন উত্তরাধিকারীর নাম ঘোষণা করা হয়। ৬৯ বছর বয়সী যুবরাজ মুকরিন বাদশাহ সালমানের উত্তরাধিকারী ছিলেন। এছাড়া মুকরিনকে ডেপুটি প্রধানমন্ত্রীর পদ থেকেও সরিয়ে দেয়া হয়েছে। ডিক্রিতে নায়েফকে বাদশাহ সালমানের উত্তরাধিকারী ঘোষণার পাশাপাশি ডেপুটি প্রধানমন্ত্রীর দায়িত্বও দেয়া হয়েছে। একই সঙ্গে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী এবং দেশটির রাজনৈতিক ও নিরাপত্তা পরিষদের প্রধানের দায়িত্বও পালন করবেন। খবর এএফপি, ওয়াশিংটন পোস্ট ও আল জাজিরার। সৌদি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত সৌদি রাজদরবার থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, সৌদি বাদশাহর ইচ্ছায় আমরা যুবরাজ পদে পরিবর্তন আনছি। এখন থেকে মোহাম্মদ বিন নায়েফ নয়া যুবরাজ, উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদ সামলাবেন। পাশাপাশি সৌদি আরবের রাজনৈতিক এবং নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করবেন। মুকরিনকে বরখাস্তের মধ্য দিয়ে সৌদি প্রশাসন থেকে বাদশাহ আবদুল্লাহ যুগের সর্বশেষ উচ্চপদস্থ কর্তকর্তার বিদায় হলো। চলতি বছরের ২৩ জানুয়ারি মারা যান তিনি। মুকরিন সৌদি আরবের প্রতিষ্ঠাতা আবদুল আজিজ বিন সৌদের সর্ব কনিষ্ঠ সন্তান। নায়েফ নয়া যুবরাজ হওয়ায় সৌদি প্রশাসনে রাজপরিবারের দ্বিতীয় প্রজন্মের সর্বোচ্চ পদে আবির্ভাব হলো। তিনি আবদুল আজিজের বড় নাতি। যুবরাজ পদের পাশাপাশি সৌদি প্রশাসনের আরও কয়েকটি পদে পরিবর্তন এসেছে। বর্তমান সৌদি আরবের বাদশা সালমানের ছেলে প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে ডেপুটি ক্রাউন প্রিন্স করা হয়েছে। ৩০ বছর বয়সী সালমান বর্তমানে দেশটির প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর পদেও পরিবর্তন এসেছে। এ পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসা প্রিন্স সৌদ আল ফয়সালের জায়গায় আদেল আল জুবাইরকে আনা হয়েছে।
×