ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে কাউন্সিলর

আওয়ামী লীগ ৪৭, বিএনপি ৬, জামায়াত ২

প্রকাশিত: ০৫:৫৮, ৩০ এপ্রিল ২০১৫

আওয়ামী লীগ ৪৭, বিএনপি ৬, জামায়াত ২

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ গত মঙ্গলবার অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদসহ সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের ধস নামানো বিজয় হয়েছে। কয়েকটি ওয়ার্ডে বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছে। এবারের নির্বাচনের ফলাফল হয়েছে ২০১০ সালের নির্বাচনী ফলাফলের পুরোপুরি বিপরীত। আগেরবারের নির্বাচনে মেয়রসহ কাউন্সিলর পদগুলোতে বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা বেশিরভাগ পদে জয়লাভ করেছিল। মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ জ ম নাছিরের যেমন বিজয় হয়েছে তদ্রƒপভাবে ৪১ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত ১৪ মহিলা কাউন্সিলর পদে আওয়ামী লীগ সমর্থিতদের জয় জয়কার হয়েছে। মঙ্গলবার মধ্যরাত এবং বুধবার রিটার্নিং অফিসার ঘোষিত ফলাফল অনুযায়ী মেয়র পদে ১২ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত আ জ ম নাছির উদ্দিন বিপুল ভোটে জয়লাভ করেছেন। এছাড়া ৪১ সাধারণ কাউন্সিলর পদে আওয়ামী লীগ সমর্থিত ৩৬ জন, বিএনপি সমর্থিত ৪ জন এবং জামায়াত সমর্থিত ১ জন বিজয়ী হয়েছেন। অপরদিকে, ১৪ সংরক্ষিত নারী কাউন্সিলর পদে আওয়ামী লীগ সমর্থিত ১১ জন, বিএনপি সমর্থিত ২ জন ও জামায়াত সমর্থিত ১ জন নির্বাচিত হয়েছেন। ঘোষিত বেসরকারী ফলাফল অনুযায়ী ১ নম্বর ওয়ার্ডে তৌফিক মোহাম্মদ চৌধুরী, ২ নম্বর ওয়ার্ডে শাহেদ ইকবাল বাবু, ৩ নম্বর ওয়ার্ডে কফিল উদ্দিন খান, ৪ নম্বর ওয়ার্ডে সাইফুদ্দিন খালেদ সাইফু, ৫ নম্বর ওয়ার্ডে মোঃ আজম, ৬ নম্বর ওয়ার্ডে এম আশরাফুল আলম, ৭ নম্বর ওয়ার্ডে মোঃ মোবারক আলী, ৮ নম্বর ওয়ার্ডে মোঃ মোরশেদ আলম, ৯ নম্বর ওয়ার্ডে জহুরুল আলম জসিম, ১০ নম্বর ওয়ার্ডে নিছার উদ্দিন আহমদ মনজু, ১১ নম্বর ওয়ার্ডে মোরশেদ আকতার চৌধুরী, ১২ নম্বর ওয়ার্ডে সাবের আহমদ, ১৩ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ হোসেন হিরণ, ১৪ নম্বর ওয়ার্ডে আবুল ফজল কবির আহমদ, ১৫ নম্বর ওয়ার্ডে গিয়াস উদ্দিন, ১৬ নম্বর ওয়ার্ডে সায়েদ গোলাম হায়দার মিন্টু, ১৭ নম্বর ওয়ার্ডে একেএম জাফরুল ইসলাম, ১৮ নম্বর ওয়ার্ডে হাজী মোঃ হারুন অর রশীদ, ১৯ নম্বর ওয়ার্ডে মোঃ ইয়াসিন চৌধুরী, ২০ নম্বর ওয়ার্ডে হাসান মাহমুদ হাসনী, ২১ নম্বর ওয়ার্ডে শৈবাল দাশ সুমন, ২২ নম্বর ওয়ার্ডে মোঃ সলিম উল্লাহ, ২৩ নম্বর ওয়ার্ডে মোঃ জাবেদ, ২৪ নম্বর ওয়ার্ডে নাজমুল হক, ২৫ নম্বর ওয়ার্ডে এরশাদ উল্লাহ, ২৬ নম্বর ওয়ার্ডে আবুল হাশেম, ২৭ নম্বর ওয়ার্ডে এইচএম সোহেল, ২৮ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ আবদুল কাদের, ২৯ নম্বর ওয়ার্ডে গোলাম মোহাম্মদ জোবায়ের, ৩০ নম্বর ওয়ার্ডে মাজহারুল ইসলাম চৌধুরী, ৩১ নম্বর ওয়ার্ডে তারেক সোলায়মান সেলিম, ৩২ নম্বর ওয়ার্ডে জহরলাল হাজারী, ৩৩ নম্বর ওয়ার্ডে হাসান মুরাদ বিপ্লব, ৩৪ নন্বর ওয়ার্ডে মোঃ ইসমাইল বালি, ৩৫ নম্বর ওয়ার্ডে হাজী নুরুল হক, ৩৬ নম্বর ওয়ার্ডে হাবিবুল হক, ৩৭ নম্বর ওয়ার্ডে মোঃ সফিউল আলম, ৩৮ নম্বর ওয়ার্ডে গোলাম মোহাম্মদ চৌধুরী, ৩৯ নম্বর ওয়ার্ডে জিয়াউল হক সুমন, ৪০ নম্বর ওয়ার্ডে হাজী মোঃ জয়নাল আবেদিন ও ৪১ নম্বর ওয়ার্ডে হাজী সালেহ আহমদ। এছাড়া সংরক্ষিত ১৪ মহিলা কাউন্সিলর পদে জয়ী যারা- ১ নম্বর ওয়ার্ডে সৈয়দা কাশফিয়া নাহরিন, ২ নম্বর ওয়ার্ডে জোবাইরা নার্গিস খান, ৩ নম্বর ওয়ার্ডে জেসমিন পারভিন জেসি, ৪ নম্বর ওয়ার্ডে জয়নাল আবিদা আজাদ, ৫ নম্বর ওয়ার্ডে মনোয়ারা বেগম মনি, ৬ নম্বর ওয়ার্ডে পারজানা পারভিন, ৭ নম্বর ওয়ার্ডে আঞ্জুমান আরা বেগম, ৮ নম্বর ওয়ার্ডে নিলু নাগ, ৯ নম্বর ওয়ার্ডে ফারহানা জাবেদ, ১০ নম্বর ওয়ার্ডে জেসমিনা খানম, ১১ নম্বর ওয়ার্ডে ফেরদৌসী আকবর, ১২ নম্বর ওয়ার্ডে আফরোজা কালাম, ১৩ নম্বর ওয়ার্ডে লুৎফুন্নেসা ও ১৪ নম্বর ওয়ার্ডে শাহনুর বেগম।
×