ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

থাইল্যান্ডে মহিলা দলের হার

প্রকাশিত: ০৬:৩৫, ৩০ এপ্রিল ২০১৫

থাইল্যান্ডে মহিলা দলের হার

স্পোর্টস রিপোর্টার ॥ থাইল্যান্ডের ব্যাঙ্ককে চলমান মহিলা হ্যান্ডবলের আসর ‘আইএইচপি ট্রফি টুর্নামেন্ট’-এ হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ মহিলা হ্যান্ডবল দল। চাইনিজ তাইপের কাছে ২৬-১৬ গোলে হেরে গেছে তারা। বিজয়ী দল প্রথমার্ধে ১৪-১০ গোলে এগিয়ে ছিল। বাংলাদেশ মহিলা হ্যান্ডবল দলের পক্ষে সুমী ৫, শিরিনা ৩ এবং ফাল্গুনী, রহিমা ও রূপা যথাক্রমে ২ গোল করেন। ইতোপূর্বে পাকিস্তানের ফায়সালাবাদে অনুষ্ঠিত একই আসরে বাংলাদেশ মহিলা হ্যান্ডবল দল অপরাজিত চ্যাম্পিয় হয়ে ব্যাঙ্ককের এই আসরে খেলার যোগ্যতা অর্জন করে। এই টুর্নামেন্টে চাইনিজ তাইপে, উজবেকিস্তান, বাংলাদেশ এবং স্বাগতিক থাইল্যান্ড অংশ নিচ্ছে। টুর্নামেন্ট খেলে বাংলাদেশ মহিলা হ্যান্ডবল দল আগামী ৩ মে দেশে ফিরবে। বাংলাদেশ মহিলা হ্যান্ডবল দলের খেলোয়াড় হলেনÑ ফাল্গুনী বিশ্বাস, আমেনা আক্তার, সুমী বেগম, শিরিনা খাতুন, হাবিবা আক্তার রূপা, তাবাসসুম তামান্না পিংকি, সাহিদা বানু, মোসাম্মৎ সিফা, রুবিনা বেগম, রহিমা খাতুন, মাসুদা আক্তার, নিশাত নাবিলা ও পূর্ণিমা রানী।
×