ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হাইকোর্টের রুল গ্রামীণ ব্যাংকের নয় পরিচালকের পদ খালি করতে অর্থ মন্ত্রণালয়ের

প্রকাশিত: ০৮:০০, ৩০ এপ্রিল ২০১৫

হাইকোর্টের রুল গ্রামীণ ব্যাংকের নয় পরিচালকের পদ খালি করতে অর্থ মন্ত্রণালয়ের

স্টাফ রিপোর্টার ॥ গ্রামীণ ব্যাংকের নির্বাচিত নয় পরিচালকের পদ খালি করতে অর্থ মন্ত্রণালয়ের দেয়া চিঠিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বুধবার প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মোঃ ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন। আগামী ১০ দিনের মধ্যে অর্থ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল আমাতুল করিম। আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ৭ ফেব্রুয়ারি গ্রামীণ ব্যাংকের নয় পরিচালকের মেয়াদ শেষ হওয়ায় ৩০ মার্চ অর্থ মন্ত্রণালয় তাদের পদ খালি উল্লেখ করে একটি চিঠি দেয়। এরপর অর্থ মন্ত্রণালয়ের চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে গত ৬ এপ্রিল হাইকোর্টে রিট করেন ওই নয় পরিচালকের এক পরিচালক তাহসিনা খাতুন।
×